WHAT INDIA THINKS TODAY: ঘর-পরিবার সামলে কীভাবে আজ তিনি এক সফল উদ্যোগপতি, বললেন বিনীতা সিং

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 26, 2024 | 8:28 PM

সুগার কসমেটিক্সের সিইও একজন মহিলা। বিনীতা সিং। সংসার ও দুই সন্তান সামলিয়েও বিনীতা আজ সফল উদ্যোগপতি। তাঁর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা। নিজের কেরিয়ারের সূচনা থেকে বর্তমানে নতুন স্টার্টআপ সংস্থাগুলির টিকে থাকার মন্ত্র দিলেন TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিটের মঞ্চে তা ব্যাখ্যা করলেন বিনীতা সিং।

Follow Us

সুগার কসমেটিক্সের সিইও একজন মহিলা। বিনীতা সিং। সংসার ও দুই সন্তান সামলিয়েও বিনীতা আজ সফল উদ্যোগপতি। তাঁর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা। নিজের কেরিয়ারের সূচনা থেকে বর্তমানে নতুন স্টার্টআপ সংস্থাগুলির টিকে থাকার মন্ত্র দিলেন TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিটের মঞ্চে তা ব্যাখ্যা করলেন বিনীতা সিং। মহিলারা কর্মক্ষেত্রে কেন শীর্ষস্থান দখল করতে পারেন না বা তাদের কেন এই জায়গা দেওয়া হয় না, এই প্রসঙ্গে বিনীতা সিং বলেন, “এর কারণ হল প্রতিষ্ঠানগুলি মহিলাদের তুলে ধরতে ও তাদের প্রচার করতেই জানে না।” নতুন উদ্যোগপতিদের জন্য বিনীতা বলেন, “এটাই সঠিক সময় ও যুগ এগিয়ে যাওয়ার। দেশ দ্রুতগতিতে এগোচ্ছে। তাই এটাই সঠিক সময়, সঠিক জায়গা ও সঠিক মার্কেট উচ্চাকাক্ষ্মী হওয়ার।”

সুগার কসমেটিক্সের সিইও একজন মহিলা। বিনীতা সিং। সংসার ও দুই সন্তান সামলিয়েও বিনীতা আজ সফল উদ্যোগপতি। তাঁর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা। নিজের কেরিয়ারের সূচনা থেকে বর্তমানে নতুন স্টার্টআপ সংস্থাগুলির টিকে থাকার মন্ত্র দিলেন TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিটের মঞ্চে তা ব্যাখ্যা করলেন বিনীতা সিং। মহিলারা কর্মক্ষেত্রে কেন শীর্ষস্থান দখল করতে পারেন না বা তাদের কেন এই জায়গা দেওয়া হয় না, এই প্রসঙ্গে বিনীতা সিং বলেন, “এর কারণ হল প্রতিষ্ঠানগুলি মহিলাদের তুলে ধরতে ও তাদের প্রচার করতেই জানে না।” নতুন উদ্যোগপতিদের জন্য বিনীতা বলেন, “এটাই সঠিক সময় ও যুগ এগিয়ে যাওয়ার। দেশ দ্রুতগতিতে এগোচ্ছে। তাই এটাই সঠিক সময়, সঠিক জায়গা ও সঠিক মার্কেট উচ্চাকাক্ষ্মী হওয়ার।”

Next Video