How To Apply For A Loan: সিবিল স্কোরে সমস্যা থাকলেও কিভাবে পাবেন লোন?
আগের লোনে ইএমআই দিতে সমস্যা হয়েছে? খারাপ হয়েছে সিবিল স্কোর। কিন্তু আবার লোন লাগবে। কিভাবে পাবেন?
যে কোনও লোন নিতে গেলে, ব্যাঙ্ককর্মীদের প্রথম শর্তই হল আপনার সিবিল স্কোর দেখা। কোথাও লোন চলছে কি না। আগের কোনও লোনে ইএমআই মিস হয়েছে কী না। ইএমআই সঠিক সময়ে দেওয়া হয়েছে কি না! সব ধরা পড়বে এই সিবিল স্কোরে। সেই স্কোরে যদি আপনার সমস্যা হয়,নতুন লোন পেতে পড়বেন মহা বিপাকে। আগের লোনে যদি সঠিক সময়ে ইএমআই দেওয়া হয়ে থাকে, তবে আপনার সিবিল স্কোর উঠবে চড়চড় করে।। তবে সিবিল কম থাকলেও আপনি ব্যক্তিগত ঋণ পেতে পারেন।কীভাবে?
নিজের একটি ঠিকঠাক আয়ের উৎস দেখাতে হবে। যাতে এটা বোঝাতে পারেন যে আপনি সময় মতো মাসিক কিস্তি জমা করতে পারবেন। এক্ষেত্রে সুদের হার বেড়ে যেতে পারে।
কম টাকার ঋণের জন্য আবেদন করুন।কারণ, ছোট অঙ্কের ঋণ শোধ করতে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কম সিবিল স্কোর থাকলে ঋণ নেওয়ার সময় একজন গ্যারান্টার রাখুন। কিংবা একজন সহ-আবেদনকারীকে রাখুন। আপনার ক্রেডিট রিপোর্ট নিয়মিত চেক করার অভ্যেস রাখুন। অনেক সময় ক্রেডিট রিপোর্টে ঋণ শোধ করা বা অন্য কোনও আর্থিক তথ্য সংক্রান্ত বিষয়ে ভুল থাকে।
যদি আপনি গত তিন বছরে কোনও ঋণ না নিয়ে থাকেন, তাহলে আপনার ক্রেডিট রিপোর্টে ‘নট অ্যাপ্লিকেবল’ কিংবা ‘নো হিস্ট্রি’ দেখাতে পারে। এক্ষেত্রে আপনি ঋণদাতা সংস্থার সঙ্গে কথা বলুন। সামান্য বেশি সুদের হারে আপনার ঋণ অনুমোদন হলেও হয়ে যেতে পারে।