Indian Railways: বিয়েতে গোটা ট্রেনটাই বুক করতে চান?

Indian Railways: বিয়েতে গোটা ট্রেনটাই বুক করতে চান?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 29, 2023 | 9:48 PM

How to Book a Coach in Train: বর্তমানে অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করে থাকেন। পরিবার পরিজন নিয়ে সেই বিবাহস্থলে পৌঁছনোর জন্য একটা গোটা ট্রেন বা ট্রেনের কামরা বুক করতে হতেই পারে। কীভাবে জানেন?

ভ্রমণের ক্ষেত্রে অনেকেই ট্রেন সফরকে বেছে নেন। কোনও একটি কামরা বা সম্পূর্ণ ট্রেন বুক করতে পারেন যাত্রীরা। প্রথমেই IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন www.ftr.irctc.co। সম্পূর্ণ কোচটি বুক করতে FTR পরিষেবা অপশনে ক্লিক করুন। সেখানে প্রয়োজনীয় তথ্যগুলি দিন এবং তারপর পেমেন্ট অপশনে যান। কোন পদ্ধতিতে পেমেন্ট করতে চান তা বেছে নিন। কোনও একটি কামরা বুক করার ক্ষেত্রে সিকিউরিটি পেমেন্ট হিসেবে ৫০ হাজার টাকা দিতে হয়। ১৮ কামরার একটি সম্পূর্ণ ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়। ৭ দিন পর স্টপেজের জন্য কোচ প্রতি ১০ হাজার টাকা দিতে হয়। আপনি চাইলে ১৮ টির বেশি কামরা নিতে পারেন। ২৪ টি পর্যন্ত কামরার সংখ্যা বাড়ানো যায়। একটি গোটা ট্রেন বুকিংয় অন্ততপক্ষে ৩০ দিন থেকে ৬ মাস আগে অনলাইনে আবেদন করতে হবে। বর্তমানে অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করে থাকেন। পরিবার পরিজন নিয়ে সেই বিবাহস্থলে পৌঁছনোর জন্য একটা গোটা ট্রেন বা ট্রেনের কামরা বুক করতে হতেই পারে।

Published on: Apr 18, 2023 01:48 PM