Fake Currency: জাল নোটের ফাঁদে পড়তে পারেন আপনিও!

Fake Currency: জাল নোটের ফাঁদে পড়তে পারেন আপনিও!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 04, 2023 | 6:35 PM

Fake Currency: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ব্যাঙ্কে গিয়ে অনেকেই বদল করছেন ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এবার রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক করছেন ১০০,৫০০ এবং ২০০ টাকার নোটের ব্যাপারে।

বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। ব্যাঙ্কে গিয়ে অনেকেই বদল করছেন ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এবার রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক করছেন ১০০,৫০০ এবং ২০০ টাকার নোটের ব্যাপারে। আরবিআই প্রকাশ করেছে একটি রিপোর্ট। সেই রিপোর্ট থেকে বোঝা যাবে বাজারে নোটের সংখ্যা। জাল নোটের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। আপনাকে সতর্ক হতে হবে সেই জাল নোটের ব্যাপারে। গত ১ বছরে সবথেকে বেশি উদ্ধার করা হয়েছে ১০০ টাকার জাল নোট। উদ্ধার করা হয়েছে ৯২,২৩৭ টি জাল নোট। এই জাল নোটের সংখ্যা আগের থেকে বেড়েছে ১৩,৫৩৮ টি। এছাড়াও জাল নোট বাড়ছে ৫০০ এবং ২০০ টাকার নোটও। গত বছরে ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ২৭,০৭৪ টি। গত বছরে ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৭৯,৬৬৯ টি। বাজারে জাল নোট থেকে সাবধান হন।