Spam Call: স্প্যাম কল থেকে মুক্তি পাবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 11, 2023 | 10:57 PM

স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় আছে। অনেক থার্ড পার্টি অ্যাপ আছে। সেই অ্যাপের সাহায্য নিতে পারেন। এছাড়া ফোনেই কয়েকটি অপশন আছে, যার মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার চালু রাখলে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন

স্প্যাম কল মানুষকে খুব বিরক্ত করে। এবার স্প্যাম কল থেকে সহজেই মুক্তি পাবেন। স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় আছে। অনেক থার্ড পার্টি অ্যাপ আছে। সেই অ্যাপের সাহায্য নিতে পারেন। এছাড়া ফোনেই কয়েকটি অপশন আছে, যার মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার চালু রাখলে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। এই সব অপশন না থাকলেও স্প্যাম কল থেকে মুক্তি পেতে পারবেন। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে Phone অ্যাপটি খুলতে হবে। স্ক্রিনের উপরে ডানদিকে ৩টি ডটে ক্লিক করতে হবে। তারপর কল হিস্ট্রি সিলেক্ট করতে হবে। অজানা নম্বরের কলটিতে ক্লিক করতে হবে। স্ক্রিনের নীচে ব্লক বা রিপোর্ট স্প্যাম ক্লিক করতে হবে। আপনি চাইলে কলটিকে রিপোর্ট করতে পারবেন। কলটিকে ব্লক করতে চাইলে,ব্লকে ক্লিক করতে হবে। আপনি চাইলে যে কোনও অচেনা নম্বর থেকেই ফোন আসা বন্ধ করতে পারবেন। প্রথমে Phone অ্যাপে গিয়ে তিনটি বিন্দুতে ক্লিক করুন। সেটিংস-এ গিয়ে ব্লক করা নম্বরটি সিলেক্ট করতে হবে এবং টগলটি চালু করুন। তাহলেই অচেনা নম্বর থেকে ফোন আসা বন্ধ হবে। এই অপশন চালু না করাই ভাল। কেউ যদি দরকারে অচেনা নম্বর থেকে ফোন করলে,সেই কল আর আসবে না আপনার কাছে।