Normal TV to Smart TV: কীভাবে সাধারণ টিভিকে Smart করবেন?

Normal TV to Smart TV: কীভাবে সাধারণ টিভিকে Smart করবেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 7:36 PM

অনেকের বাড়িতে রয়েছে পুরানো টিভি। সেই টিভি খুব সহজেই স্মার্ট করতে পারবেন। এই জন্য খরচ করতে হবে না কোন টাকা। কিন্তু কীভাবে করবেন আপনার টিভিকে স্মার্ট?

অনেকের বাড়িতে রয়েছে পুরানো টিভি। সেই টিভি খুব সহজেই স্মার্ট করতে পারবেন। এই জন্য খরচ করতে হবে না কোন টাকা। কিন্তু কীভাবে করবেন আপনার টিভিকে স্মার্ট ? স্মার্ট টিভি করার জন্য দরকার HDMI কেবেল। স্মার্ট টিভির জন্য লাগবে একটি ল্যাপটপও। আপনার কাছে HDMI পোর্ট না থাকলে, Amazon থেকে কিনে নিতে পারেন। HDMI পোর্টের দাম মাত্র ১৭৯ টাকা। ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে হবে HDMI কেবেল। কেবেলের একটি অংশ লাগাতে হবে ল্যাপটপের সঙ্গে। কেবেলের অপর অংশ লাগাতে হবে টিভির সঙ্গে। HDMI সুইচ করতে ব্যবহার করতে হবে টিভির রিমোট। প্রেস করতে হবেরিমোটের মধ্যে থাকা ইনপুট বাটনটি। টিভিতে দেখতে পাবেন ল্যাপটপের স্ক্রিনটি। টিভিকে আর রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে না। কারণ আপনার টিভিটি ল্যাপটপের মাধ্যমে চলছে। টিভিতে ছবির কোয়ালিটি ভালই থাকবে।