WHO Warns About STD: যৌন রোগ থেকে বাঁচার উপায়

WHO Warns About STD: যৌন রোগ থেকে বাঁচার উপায়

rahul Sadhukhan

|

Updated on: Dec 18, 2023 | 9:10 PM

১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ৫০ কোটি মানুষ বিভিন্ন যৌন রোগে আক্রান্ত। প্রতিদিন নতুন করে যৌন রোগে আক্রান্ত হচ্ছেন ১০ লক্ষ মানুষ। এই ভিডিয়োয় জানুন কিসে ছড়ায় যৌন রোগ।

WHO এর তথ্য অনুযায়ী ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ৫০ কোটি মানুষ বিভিন্ন যৌন রোগে আক্রান্ত। প্রতিদিন নতুন করে যৌন রোগে আক্রান্ত হচ্ছেন ১০ লক্ষ মানুষ। কেবল এইডস নয়, পাবলিক লাইস, ক্ল্যামেডিয়া, গনোরিয়া, সিফিলিস জাতীয় যৌন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এইসব রোগে আক্রান্ত হলে প্রাথমিক লক্ষণ গুলো জেনে রাখা প্রয়োজন। প্রয়োজন রোগগুলি সম্বন্ধে সচেতনতারও। বিশেষ করে যারা যৌনতায় সক্রিয় তাদের জানা দরকার রোগের লক্ষণগুলি। যৌনাঙ্গের চারপাশে চুলকানি ও জ্বালা ভাব। মিলনের সময় ব্যথার অনুভূতি। যোনি থেকে দুর্গন্ধযুক্ত ও অস্বাভাবিক তরল স্রাব। ঋতুস্রাবের রং পরিবর্তন হওয়া। মূত্রনালীর সংক্রমণ। এগুলি মূলত কোনও না কোনও যৌন রোগের লক্ষণ হতে পারে। যৌন মিলন ছাড়াও এইডস জাতীয় যৌন রোগ সংক্রমিত হয় কীভাবে? এইডসে আক্রান্ত মহিলা গর্ভবতী হলে ভ্রুণের মধ্যে তা সংক্রমিত হতে পারে। এইডস রোগীর রক্তের সংস্পর্শে আসা সুঁচ অন্য রোগীর দেখে ফোটালে তার থেকেও সংক্রমিত হতে পারে এইডস। রোগীর সঙ্গে করমর্দন বা তার ব্যবহৃত টয়লেট সিট থেকে কোনও ভাবেই এইডস সংক্রমিত হয় না। সিফিলিস ও হারপিস জাতীয় যৌন রোগ ওরাল কিংবা অ্যানাল সেক্সে সংক্রমিত হয়। এই ধরনের রোগীর সঙ্গে ঘন চুম্বন, তাদের ব্যবহৃত জলের বোতল ও লিপ বাম থেকেও ছড়িয়ে পড়তে পারে রোগ।