Special Series On Cyber Crime: বিপদের নাম সাইবার প্রতারণা | পর্ব ৪

Special Series On Cyber Crime: বিপদের নাম সাইবার প্রতারণা | পর্ব ৪

rahul Sadhukhan

|

Updated on: Dec 18, 2023 | 7:37 PM

আমাদের জীবনে ঢুকেছে ই কমার্স। জামাকাপড়, জুতো, দামি প্রসাধনী থেকে আসবাব, ঘর সাজানোর জিনিস সব পাওয়া যায় ই কমার্সে। এই ঝকঝকে ই কম দুনিয়ায় জাল বিস্তার করেছে জালিয়াতরা। কী সেই জালিয়াতি? দেখুন আজকের 'বিপদের নাম সাইবার প্রতারণা' র ৪র্থ পর্বে।

দেশ এখন চলছে ইউপিআই ট্রানজাকশনে। অনলাইন ট্রানজাকশনের এর বাড়বাড়ন্ত জালিয়াতদের দৃষ্টিও এড়ায়নি। তারা ঘাপটি মেরে ফাঁদ পেতে রয়েছে ই কমার্স সাইটে।  গ্রাহকের এই বিভ্রান্ত অবস্থার পূর্ণ সুযোগ নেয় জালিয়াতরা। সাইবার বিশেষজ্ঞদের কাছে এমন বহু ভুক্তভোগী আসেন। ২০২১ ও ২০২২ এর তুলনায় ২০২৩এ অনলাইন লেনদেন বেড়েছে ১১% । তাঁদের অভিজ্ঞতা জানাচ্ছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ মহঃ রেজা।

 

ই কম সাইটের টোল ফ্রি নম্বরেও মধ্যেও রয়েছে ভয়ঙ্কর এক জালিয়াতির চক্রব্যূহ। কীভাবে চিনবেন আসল সার্ভিস নম্বর ? হেল্প লাইন নম্বর গুগলে সার্চ করবেন না। প্রতারক ফোন করলে তাঁকে বিস্তারিত তথ্য দেবেন না। টাকা ফেরতের কথা বলে কেউ ফোন করলে বাড়তি সতর্ক হন। সতর্ক থাকুন সজাগ থাকুন। আপনি ভুল না করলে প্রতারকের সাধ্য নেই আপনাকে ঠকায়।