Dilip Ghosh Tweet : বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? ইঙ্গিতপূর্ণ টুইট দিলীপের
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) টুইট, "বিধায়কই মুখ্যমন্ত্রী হবেন, তা আবশ্যক নয়।"
দ্বিতীয় দফার ভোটের আগে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইট। বিজেপি বাংলায় ক্ষমতা দখল করলে কে হবেন মুখ্যমন্ত্রী? রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) টুইট, “বিধায়কই মুখ্যমন্ত্রী হবেন, তা আবশ্যক নয়।” প্রসঙ্গত, উত্তর প্রদশেও ক্ষমতায় এসে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। এখানেও কে তেমনটাই হবে? জল্পনা উস্কে দিলীপের টুইট নিয়ে জোর চর্চা।
[embedyt] [/embedyt]
Latest Videos