‘প্রতিশ্রুতি রাখেননি’, মোদীকে ‘বড় অভিনেতা’ বলে কটাক্ষ সোহমের

সৌরভ পাল

|

Updated on: Mar 31, 2021 | 1:44 PM

ভোটের প্রচারে নেমে হিরণকে একহাত, মোদীকে এই মুহূর্তের সব থেকে বড় অভিনেতা বললেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) চণ্ডীপুর কেন্দ্রের ঘাসফুল (TMC) প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রচারে বেরিয়ে সহ-অভিনেতা হিরণকে (Hiraan) চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করলেন সোহম। পাশাপাশি এই মুহূর্তে রাজনীতির (Politics) ময়দানে মোদীকেই সবচেয়ে বড় ‘অভিনেতা’ তকমা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী।

 

[embedyt] [/embedyt]

 

 

Published on: Mar 31, 2021 01:43 PM