Summer Face Pack: ত্বকের সমস্যায় খাস দাওয়াই আম

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 20, 2023 | 7:38 PM

ফেস মাস্ক, ময়েশ্চারাইজ়ার, স্ক্রাব বিভিন্ন উপায়ে আম কাজে লাগে । আমের ভিটামিন A ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের রুক্ষতা ও শুষ্কতার সমস্যা দূর করে আম । ত্বকে আমের পাল্প লাগানোর পরামর্শ দেন তাই বিশেষজ্ঞরা। আমের অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নাশ করে। ব্রণর সমস্যায় সপ্তাহে এক থেকে দু'বার সারা মুখে আমের পাল্প লাগান

সারাবছরের অপেক্ষা শেষে গ্রীষ্মকাল আসে আম নিয়ে। সুস্বাদু আম যে ত্বকের জন্য় খাস তা জানেন কি? ভিটামিন C ও A সমৃদ্ধ আম ত্বকের বলিরেখা মেটায়। ত্বকে কোলাজেন উৎপাদন করে আম। সুস্বাদু আমের অ্যান্টিঅক্সিডেন্ট সূর্য থেকে হওয়া ক্ষত বা সানবার্ন সারায় । ফেস মাস্ক, ময়েশ্চারাইজ়ার, স্ক্রাব বিভিন্ন উপায়ে আম কাজে লাগে । আমের ভিটামিন A ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের রুক্ষতা ও শুষ্কতার সমস্যা দূর করে আম । ত্বকে আমের পাল্প লাগানোর পরামর্শ দেন তাই বিশেষজ্ঞরা। আমের অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নাশ করে। ব্রণর সমস্যায় সপ্তাহে এক থেকে দু’বার সারা মুখে আমের পাল্প লাগান । আম ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের কালো ছোপ মেটাতেও সাহায্য করে আম। আমের ভিটামিন A ডার্ক সার্কেল দূর করে। আমের পাল্প চোখের তলার ফোলা ভাব মেটায়। আমের অ্য়ান্টিঅক্সিডেন্ট অকাল বলিরেখার সমস্যার সঙ্গে লড়ে ও ত্বক টানটান করে।

Published on: Apr 20, 2023 07:38 PM