Data Usage: মাসে খরচ 62GB ইন্টারনেট!

Data Usage: মাসে খরচ 62GB ইন্টারনেট!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 4:17 PM

২০২৮ সালের মধ্যে ভারত ইন্টারনেট ব্যবহারের দিক থেকে পেছনে ফেলতে পারে ইউরোপ,চিন এবং কোরিয়াকে। একজন ভারতীয়ের ২০২৮ সালে মাসিক ডেটা খরচের পরিমাণ হতে পারে 62GB।

২০২৮ সালের মধ্যে ভারত ইন্টারনেট ব্যবহারের দিক থেকে পেছনে ফেলতে পারে ইউরোপ,চিন এবং কোরিয়াকে। একজন ভারতীয়ের ২০২৮ সালে মাসিক ডেটা খরচের পরিমাণ হতে পারে 62GB। ভারতে অনেক কম টাকায় ইন্টারনেট ব্যবহার করা যায়। 5G নেটওয়ার্কের সুবিধার জন্য ভারতীয়রা অনেকক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারেন। Ericsson Mobility রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতে 5G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ মিলিয়ন। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালের শেষে 5G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ভারতে হতে পারে ৭০০ মিলিয়ন। ২০২৮ সালের শেষে, প্রতি মাসে একজন ভারতীয়ের ডেটা খরচের পরিমাণ 26GB থেকে বেড়ে 62GB হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালে সারা বিশ্বে 5G ব্যবহারকারীর সংখ্যার বিচারে প্রথম স্থান অধিকার করবে চিন। চিনের পরে দ্বিতীয় স্থান অধিকার করবে ভারত। ২০২৮ সালের শেষে চিনের 5G সাবস্ক্রাইবারের সংখ্যা হবে প্রায় ১৩১০ মিলিয়ন। ভারতে 5G ব্যবহারকারীর সংখ্যা বাড়লে, কমবে 4G সাবস্ক্রাইবারের সংখ্যা। Ericsson Mobility রিপোর্ট অনুযায়ী, 4G ট্যারিফ প্ল্যানের খরচেই আপনি 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আরও বলা হয়েছে, ভারতে ২০২২ সালে 4G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮২০ মিলিয়ন। ২০২৮ সালের শেষে 4G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে হবে ৫০০ মিলিয়ন।