Indian Railway: আপনার ভুলে রেলের খরচ হয় ১২০০ কোটি!

Indian Railway: আপনার ভুলে রেলের খরচ হয় ১২০০ কোটি!

TV9 Bangla Digital

| Edited By: Nandan Paul

Updated on: Dec 07, 2023 | 5:17 PM

Indian Rail News: বছরে যাত্রীসুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে অনেকটাই খরচ করে রেল। কিন্তু যাত্রীদের দোষেও বিপুল খরচ করতে ভারতীয় রেলকে। যা আপনার আমার দোষের জন্যই খরচ বাড়ে রেলের। সেটা কী?

প্রকাশ্য স্থানে গুটখা নিষিদ্ধ। বহু মানুষ এখনও পান মশলা খেয়ে যত্রতত্র পিক ফেলে। সারা দেশে গুটখা আসক্তি এখনও বিরাজ করছে। অনেকেই ট্রেনে বসে গুটখা চিবিয়ে ট্রেনের গায়ে পিক ফেলে। আর সেই পিকের দাগ তুলতে রেলের(Indian Railway) খরচ হয় মোটা টাকা।

ট্রেনের বগি পরিষ্কার করতে নষ্ট হয় বিপুল পরিমাণে জল। রেল সূত্রে জানা যাচ্ছে গুটখার দাগ তুলতে বছরে ১২০০ কোটি খরচ করে রেল। মানুষের বদভ্যাসে রেলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নোংরা হচ্ছে স্টেশন ও রেলগাড়ির পরিবেশ।

প্রতিটি ট্রেন যাত্রার শেষে ওয়াশিং লাইনে যায়। সেখানে সাফসুতরো করা হয় প্রতিটি কোচ। ভারতে নিষিদ্ধ হলেও গুটখা খেলে তেমন কড়া শাস্তি দেওয়া হয় না। যদিও খাতায় কলমে নিয়ম রয়েছে। দুনিয়ার বেশ কিছু দেশে প্রকাশ্যে থুথু ফেলায় কড়া শাস্তির বিধান আছে। সিঙ্গাপুরে প্রকাশ্যে থুতু ফেললে জরিমানা করা হয় ১০০০ ডলার। ভারতীয় মুদ্রায় জরিমানার অঙ্ক ৮০,০০০ এরও বেশি।