APJ Abdul Kalam: কেন উপহার নিয়েছিলেন আব্দুল কালাম ?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 25, 2023 | 8:28 PM

আমাদের দেশের সেরা পরমাণু বিজ্ঞানীর নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম। এই 'মিসাইল ম্যান'য়ের গল্প বললেন আইএএস অফিসার এম ভি রাও। রাও জানান, ২০১৪ সালে একটি অনুষ্ঠানে আসেন ডক্টর কালাম। সূচনা-পর্বে একটি সংস্থা তাঁকে উপহার দেন মিক্সি। কিন্তু সেই উপহার নিতে রাজি হননি ডক্টর কালাম।

আমাদের দেশের সেরা পরমাণু বিজ্ঞানীর নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম। এই ‘মিসাইল ম্যান’য়ের গল্প বললেন আইএএস অফিসার এম ভি রাও। রাও জানান, ২০১৪ সালে একটি অনুষ্ঠানে আসেন ডক্টর কালাম। সূচনা-পর্বে একটি সংস্থা তাঁকে উপহার দেন মিক্সি। কিন্তু সেই উপহার নিতে রাজি হননি ডক্টর কালাম। তারপর সংস্থার তরফে জানানো হয়, সেখানে শুধু মিক্সিই আছে। তখন তিনি সেই উপহার নেন। পরের দিন কালাম একজন স্টাফকে মিক্সির দাম জেনে আসতে বলেন। তারপর সেই সংস্থাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪,৮৫০ টাকার চেক দেন। কিন্তু সেই সংস্থা সিদ্ধান্ত নেয় এই চেক তাঁরা জমা করবেন না। কালাম কয়েকদিন পর ব্যাঙ্ক থেকে জানতে পারেন সেই চেকটি এনক্যাশ হয়নি। তখন তিনি সেই সংস্থাকে ফোন করে জানান, সেই চেক জমা না করলে মিক্সি ফেরত দেবেন। তারপর সংস্থাটি সেই চেক ব্যাঙ্কে জমা দেন। চেকের একটি ফোটোকপি রেখে দেয় সংস্থাটি। সেই ছবি পোস্ট করা হয়।