Panchayat Election 2023 News: ভারতের একমাত্র পোলো বল ও স্টিকের কারখানা

Panchayat Election 2023 News: ভারতের একমাত্র পোলো বল ও স্টিকের কারখানা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 6:47 PM

মন্দির থেকে হাওড়ার দেউলপুরের নাম। এই অঞ্চল বাঁশের জন্যও প্রসিদ্ধ। আর সেই বাঁশের কারণেই জগত জোড়া নাম এই গ্রামের। বাঁশ দিয়ে বল আর বেত দিয়ে স্টিক। ভারতের আর কোথাও এই ছবি পাবেন না। র‍্যাকে সারি সারি পোলো স্টিকের ম্যালে। এই বেতের হাতল আর মাথায় ম্যালে লাগিয়ে তৈরি হয় পোলোর স্টিক।

মন্দির থেকে হাওড়ার দেউলপুরের নাম। এই অঞ্চল বাঁশের জন্যও প্রসিদ্ধ। আর সেই বাঁশের কারণেই জগত জোড়া নাম এই গ্রামের। বাঁশ দিয়ে বল আর বেত দিয়ে স্টিক। ভারতের আর কোথাও এই ছবি পাবেন না। র‍্যাকে সারি সারি পোলো স্টিকের ম্যালে। এই বেতের হাতল আর মাথায় ম্যালে লাগিয়ে তৈরি হয় পোলোর স্টিক। ঘোড়ার পিঠে চেপে পোলো খেলোয়াড়রা যে বল আর স্টিক নিয়ে খেলেন সেই বল এবং স্টিক তৈরি হয় এখানে। বহুদিন আগে ব্রিটিশ আমলে, পথ চলা শুরু এই সংস্থার। বাঁশের গোড়া তুলে এনে তা কেটে মসৃণ করে ঘষে তৈরি হত পোলো বল। বাগপাড়ার বিপিন বিহারী বাগের তৈরি পোলো বলের ভাল চাহিদা ছিল বিলেতের বাজারে। এখন তাঁর পৌত্র সুভাষ বাগ তৈরি করেন প্লাস্টিকের বল। এখন বাজার ওই বলেরই। বিশ্বমানের হর্স পোলো আর সাইকেল পোলো ব্যাট তৈরি করেন ওনারা। রাজার খেলা পোলো। এই খেলার খরচ বেশি তাই জনপ্রিয়তা কম। এখান থেকে সিঙ্গাপুর আর দক্ষিণ আফ্রিকায় পোলো স্টিক যায়। মণিপুরে উদ্ভব হওয়া ‘পানা’ পোলো খেলার মা। সেখানেও যায় এখানকার তৈরি সরঞ্জাম। একটা সময়ে বাড়ি বাড়ি তৈরি হত পোলোর বল। এখন সে দিন গেছে। কেবল উইয়ে কাটা, ঘুণ ধরা পোলো বলের অতীত স্মৃতি জেগে আছে কোথাও কোথাও দেউলপুরে। বল তৈরির সঙ্গে যুক্ত অনেকে। সারা দুনিয়ায় এই কারখানা ছাড়া আর্জেন্টিনায় তৈরি হয় পোলো তৈরির স্টিক আর বল।