Bankura Medical College News: তড়িঘড়ি বাঁকুড়া মেডিক্যাল কলেজে র্যাগিং ঠেকাতে উদ্যোগ
যাদবপুর কান্ডের পর ঘুম ভাঙল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। র্যাগিং ঠেকাতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার নজরদারি শুরু করার পাশাপাশি পাস আউটরা কেউ হোস্টেলে থাকছে কিনা তার উপর কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল বাঁকুড়া মেডিক্যাল কর্তৃপক্ষ।
যাদবপুর কান্ডের পর ঘুম ভাঙল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। র্যাগিং ঠেকাতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার নজরদারি শুরু করার পাশাপাশি পাস আউটরা কেউ হোস্টেলে থাকছে কিনা তার উপর কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল বাঁকুড়া মেডিক্যাল কর্তৃপক্ষ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ছাত্রীদের একটি হোস্টেল সহ মোট ৬ টি হোস্টেল রয়েছে। সেই হোস্টেলগুলিতে সবমিলিয়ে আবাসিকের সংখ্যা কয়েকশো। র্যাগিং এর তেমন জোরদার অভিযোগ সামনে না এলেও মাঝেমধ্যে এই হোস্টেলগুলিতে ছাত্র সংঘর্ষের ঘটনা সামনে আসে। এর পরও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের হোস্টেলগুলিতে সিসি ক্যামেরার কোনো নজরদারি নেই। অভিযোগ ওঠে মেডিক্যাল কলেজে নামকেওয়াস্তে এন্টি র্যাগিং কমিটির অস্তিত্ব থাকলেও সেখানে এন্টি র্যাগিং কমিটির তেমন কার্যাকারিতা দেখা যায়নি। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হতেই নড়েচড়ে বসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আজ তড়িঘড়ি মেডিক্যাল কলেজের এন্টি র্যাগিং কমিটি বৈঠকে বসে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবী র্যাগিং ঠেকাতে হোস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাস আউট কোনো পড়ুয়া হোস্টেলে আবাসিক হিসাবে রয়েছে কিনা সে ব্যাপারেও নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ।