Minakshi Mukherjee On JU Student Death: কী বললেন মীনাক্ষী?
আমরা যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তেমনই যারা মিছিলে নাই তারাও বাড়িতে বসে প্রতিবাদ করছে। যারা স্বপ্নদীপের মায়ের কান্নার আওয়াজ শুনছে তাদের সরকারের প্রতি আস্থা চলে যাচ্ছে। শুধু সরকার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুলিশ প্রশাসন সকলের প্রতি আস্থা চলে যাচ্ছে সাধারণ মানুষের
যাদবপুর কাণ্ড নিয়ে রাজ্যসরকারকে একহাত নিয়ে ডিওয়াইএফআইয়ের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেন, যাদবপুর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। শুধু প্রতিবাদের পর প্রতিবাদ করেই যেতে হবে, এই ঘটনায় আর কবে ঘুম ভাঙবে রাজ্য সরকারের। আমরা যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তেমনই যারা মিছিলে নাই তারাও বাড়িতে বসে প্রতিবাদ করছে। যারা স্বপ্নদীপের মায়ের কান্নার আওয়াজ শুনছে তাদের সরকারের প্রতি আস্থা চলে যাচ্ছে। শুধু সরকার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুলিশ প্রশাসন সকলের প্রতি আস্থা চলে যাচ্ছে সাধারণ মানুষের। সেই আস্থা ধরে রাখতে সম্পূর্ণ রূপে ব্যর্থ রাজ্য সরকার। হস্টেলে বহিরাগত প্রশ্নে মীনাক্ষী বলেন, শুধু যাদবপুরে কেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেল গুলিতেও বহিরাগতরাই তো রয়েছে। এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে দেওয়াল লিখন থেকে বিবেকানন্দ কলেজের সামনে যারা আক্রমণ চালিয়েছে তারা সকলেই বহিরাগত। সেই ঘটনায় তাদের গ্রেপ্তার না করে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ছাত্র নেতাদের জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেলে ভরছে পুলিশ প্রশাসন। যাদবপুর কাণ্ড থেকে বর্ধমান সকল বিষয়ের প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচি। বর্ধমান বিবেকানন্দ কলেজের সামনে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কর্মীদের আক্রমণ এবং যাদবপুরে স্বপ্নদীপের হত্যার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কর্মসূচি নেয় এসএফআই ও ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বিকালে বর্ধমান রেল স্টেশন মিছিল করে বাম ছাত্র যুবরা কার্জনগেট চত্বরে জমায়েত হয়। সেখানে পথ সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি। একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয়।