Hydrogen Bus: ভারতের প্রথম হাইড্রোজেন বাসের অন্দরে

Hydrogen Bus: ভারতের প্রথম হাইড্রোজেন বাসের অন্দরে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 06, 2023 | 11:13 PM

দূষক বিহীন পরিবহন ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এল হাইড্রোজেন বাস। রিলায়েন্স ও ভারত বেঞ্জের এই বাস। একবার ফুল হাইড্রোজেনে এই বাস ছোটে ৪০০ কিমি। ভারতের প্রথম ইন্টারসিটি হাইড্রোজেন চালিত বাস এটি।

দূষক বিহীন পরিবহন ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এল হাইড্রোজেন বাস। রিলায়েন্স ও ভারত বেঞ্জের এই বাস। একবার ফুল হাইড্রোজেনে এই বাস ছোটে ৪০০ কিমি। ভারতের প্রথম ইন্টারসিটি হাইড্রোজেন চালিত বাস এটি। আগামী ১২ মাস এই বাসটির পুখনাপুঙ্খ নিরীক্ষণ করা হবে। গাড়িটি ডিজাইন রিলায়েন্সের। কাস্টমাইজ চেসিসে বাসটি তৈরি করেছে ভারত বেঞ্জ। বেঙ্গালুরুতে ভারতের ১ম হাইড্রোজেন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি প্রকাশ্যে আনে রিলায়েন্স। এতে চলবে ভারী পণ্যবাহী ট্রাক। অশোক লেল্যান্ড হাইড্রোজেন চালিত ট্রাক বাজারে আনে। টাটাও হাইড্রোজেন বাসের এনওসি পেয়েছে। টাটার বাসে ব্যবহৃত হবে ইন্ডিয়ান অয়েলের হাইড্রোজেন প্রোটন এক্সচেঞ্জ প্রযুক্তি। ইথানল, ব্যাটারির পাশাপাশি হাইড্রোজেন প্রযুক্তিতে দূষণ কমবে বলে আশা অভিজ্ঞ মহলের।