Rashmika Mandanna: রশ্মিকাকে নিয়ে নয়া জল্পনা, সত্যি কি হয়ে গেল বিয়ে?
রশ্মিকা মন্দনার প্রেম নিয়ে দর্শকমহলে উৎসাহ কম নয়। তবে কি জানতেন, তাঁর বিয়ে হয়ে গিয়েছে! এ কথা দাবি করেছেন রশ্মিকা নিজেই। তিনি জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন।
‘চুমু ডান হাতের খেলা’
শাবানা আজমি ও ধর্মেন্দ্রের চুমুর দৃশ্য এই মুহূর্তে ভাইরাল। এ নিয়ে ধর্মেন্দ্র বললেন, “দুর্ভাগ্যবশত আমি ছবির প্রিমিয়ারে যেতে পারিনি। কিন্তু শুনলাম ছবির এই দৃশ্য নিয়ে অনেক কথা হচ্ছে। আমায় অনেকে মেসেজও করেছিলেন। আমি তাঁদের বললাম এ তো আমায় ডান হাতের খেলা। বাঁ হাত দিয়ে কিছু করাতে চাইলে তাও করিয়ে নাও।”
ছাড়পত্র পেলেন জ্যাকলিন
আর্থিক তছরুপের অভিযোগে জ্যাকলিন ফার্নান্দেজের ভারতের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার তাঁর আবেদনে সাড়া দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। বেশ কিছু শর্ত চাপিয়ে জ্যাকলিনকে বিদেশে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়া হল।
দিশার নতুন প্রেমিক
গত বছরেই টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এবার সামনে এল তাঁর নতুন প্রেমিকের খবরও। সূত্র বলছে, বেস্টফ্রেন্ড অ্যালেক্সজান্ডার অ্যালেক্সিলিকই তাঁর প্রেমিক। দু’জনের এক ভিডিয়োও সম্প্রতি ভাইরাল হয়েছে।
মা হলেন ইলিয়ানা
মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। গত ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। শনিবার রাতে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন তিনি। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।
গোপনে বিয়ে করেছেন রশ্মিকা!
রশ্মিকা মন্দনার প্রেম নিয়ে দর্শকমহলে উৎসাহ কম নয়। তবে কি জানতেন, তাঁর বিয়ে হয়ে গিয়েছে! এ কথা দাবি করেছেন রশ্মিকা নিজেই। তিনি জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন। এই নারুতো হল এক জাপানি কার্টুন চরিত্র। সে-ই নাকি রয়েছে রশ্মিকার হৃদয় জুড়ে।
বিস্ফোরক সানি
নেপোটিজম প্রসঙ্গে এবার সরব হলেন সানি দেওল। এই মন্তব্যের প্রতিবাদ করে বললেন, আমার মনে হয় এই সব কথা তাঁরাই ছড়ান, যাঁরা ফ্রাস্টেটেড। এঁরা মনে করেন কারও বাবা তাঁর সন্তানের জন্য কিছু করা মানেই নেপোটিজম। এটা তো সব পরিবারেই হয়।
কান্নায় ভেঙে পড়লেন বিপাশা
বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবীর মাত্র তিন মাসে ভয়ানক অপারেশন হয়। সদ্য তা প্রকাশ্যে আনলেন বিপাশা বসু। কান্নায় ভেঙে পড়ে জানালেন, তাঁর মেয়ের জন্মের সময় দুটো হার্টেই ফুটো ছিল। মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি হয়।
ছবির প্রচার
গদর ২-র প্রচারে শনিবার আটারি-ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। সঙ্গে উপস্থিত ছিলেন গায়ক উদিত নারায়ণ। গদর: এক প্রেম কথা ছবি থেকে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘ঘর আজা পরদেশি’ দুটি গান গেয়ে সকলের মন জয় করেন উদিত।
সুস্মিতার চ্যালেঞ্জ
সম্প্রতি রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের বেশে দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। ওয়েব সিরিজ নাম ‘তালি’। এই ওয়েব সিরিজে বৃহন্নলার চরিত্রে অভিনয় নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতা। জানালেন, কতটা চ্যালেঞ্জিং ছিল এই চরিত্র। বললেন, পুরুষ হিসাবে অংশগুলি শ্যুট করার সময়, আমি আমার বুকে ব্যান্ডেজ বেঁধে রাখতাম, পা আলাদা করার জন্য একটি ক্রোচ গার্ড পরতাম। আমাকে ওজনও বাড়াতে হয়েছিল।