Hottest Truck Driver: এমন সুন্দরী ট্রাক ড্রাইভার!
ট্রাক ড্রাইভার শব্দ ২টি শুনলে যে ছবি চোখে আসে অ্যাশলেকে দেখলে তা মনে হবে না। পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারাতে অ্যাসলে ডাম্প ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করেন। নেটিজেনদের মতে অ্যাশলে দুনিয়ার সবচেয়ে সুন্দরী ট্রাক ড্রাইভার।
ট্রাক ড্রাইভার শব্দ ২টি শুনলে যে ছবি চোখে আসে অ্যাশলেকে দেখলে তা মনে হবে না। পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারাতে অ্যাসলে ডাম্প ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করেন। নেটিজেনদের মতে অ্যাসলে দুনিয়ার সবচেয়ে সুন্দরী ট্রাক ড্রাইভার। ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত ট্রাক চালান তিনি। মাসে ১৪ দিন ট্রাক চালান অ্যাসলে। বছরে ৬ মাস কাজ করে অ্যাসলের আয় ১ কোটি টাকা। ড্রাইভিং এর বাইরে অ্যাসলে সোশাল মিডিয়ায় সক্রিয় থাকেন। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ১৫,০০০ এরও বেশি। অবসর সময়ে রূপচর্চা করেন। জীবনকে ভালবেসে ছুটির সময়টা চুটিয়ে উপভোগ করেন তিনি। প্রতি মাসের ২ সপ্তাহ ছুটি দুর্দান্ত উপভোগ করেন। অন্য ড্রাইভাররা জখন ট্রাক ড্রাইভ করে ক্লান্ত। তখন অ্যাসলের সৌন্দর্যে কাবু হন সোশাল মিডিয়ায় তাঁর ভক্তরা। এই মহিলা ট্রাক ড্রাইভারের জীবন যাপন যেন অনেককেই প্রতিকূলতা সামলে বাঁচার দিশা দেখায়।
Latest Videos