Cow Smuggling Case: এনামুলের ছিল বোল্ডার গরুর লোভ, দেখলেই ঝাঁপিয়ে পড়ত!

Cow Smuggling Case: এনামুলের ছিল বোল্ডার গরুর লোভ, দেখলেই ঝাঁপিয়ে পড়ত!

আসাদ মল্লিক

|

Updated on: Aug 20, 2022 | 5:01 PM

Cattle Smuggling: ষাঁড় বা বলদের ন্যায় এই গরুগুলোর পিঠের কুঁজ বেশ উঁচু। উত্তর প্রদেশ, হরিয়ানা থেকে এই গরুগুলোকে ট্রাকে করা আনা হত বাংলায়।

কলকাতা: গরু পাচার তদন্তে আরও একটি নতুন তথ্য TV9 বাংলার হাতে। বাংলাদেশে বিপুল চাহিদা উত্তর ভারতের বিশেষ প্রজাতির বোল্ডার গরুর। হাটে সেই গরু এলেই কার্যত ঝাঁপিয়ে পরত এনামুল। আর কেউ বোল্ডার গরু কিনতে পারতেন না, ব্যবসায়ীদের উপর একপ্রকার চাপ তৈরি করেই বোল্ডার গরু নিজের হেফাজতে নিয়ে ফেলত গরু পাচারের কিং পিন। যা দাম গরুগুলোর হওয়া উচিত, তার থেকে অনেক কম দামেই সেই বোল্ডার প্রজাতির গরু কিনত এনামুল। আর সেটা সম্ভব হত ‘সেটিং শিল্পে’। পরে তা চড়া দামে পাচার করা হত বাংলাদেশে। বেশি টাকা রোজগারের লোভ সংবরণ করতে না পেরেই বোল্ডারমুখীই ছিল এনামুল, খবর সূত্রের।

বোল্ডার গরুর বিশেষত্ব কী?

বোল্ডার গরু অন্যান্য সাধারণ গরুর থেকে অনেকটাই আলাদা। হালকা লালচে রঙের গরুগুলোর পা অপেক্ষাকৃত লম্বা হয়, মাথার শিংও বড় হয় অনেকটাই। ষাঁড় বা বলদের ন্যায় এই গরুগুলোর পিঠের কুঁজ বেশ উঁচু। উত্তর প্রদেশ, হরিয়ানা থেকে এই গরুগুলোকে ট্রাকে করা আনা হত বাংলায়। ছোট গরুর থেকে অনেকটাই বেশি দামে বিক্রি হয় এই বোল্ডার গরু। বাংলাদেশে এই প্রজাতির গরুর চাহিদাও বেশ ঊর্ধ্বমুখী বলে খবর সূত্রের।

Published on: Aug 20, 2022 05:01 PM