Statue Of Liberty: স্ট্যাচু অব লিবার্টির ৩৫০ টুকরো
১৮৮৫র ১৭ স্ট্যাচু অব লিবার্টির সাড়ে তিনশো টুকরো ফ্রান্স থেকে আসে আমেরিকায়। ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি এই মূর্তির ডিজাইন করেন। মূর্তির উচ্চতা ১৫১ ফুট। বেদি সহ উচ্চতা ৩০৫ ফুট। এক বছর ধরে এই ৩৫০টি টুকরো জুড়ে তৈরি হয় আমেরিকান আইকন
আমেরিকার আইকন স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকার স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের তরফে আমেরিকার উপহার ছিল এই মূর্তি। ১৮৮৫র ১৭ স্ট্যাচু অব লিবার্টির সাড়ে তিনশো টুকরো ফ্রান্স থেকে আসে আমেরিকায়। ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি এই মূর্তির ডিজাইন করেন। মূর্তির উচ্চতা ১৫১ ফুট। বেদি সহ উচ্চতা ৩০৫ ফুট। এক বছর ধরে এই ৩৫০টি টুকরো জুড়ে তৈরি হয় আমেরিকান আইকন। ১৮৮৬র অক্টোবরে উদ্বোধন হয় এই মূর্তির। আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড উদ্বোধন করেন এই মূর্তির। আমেরিকা সরকার ১৯২৪এ এই মূর্তিকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে। এই স্ট্যাচু লিবার্টি দ্বীপে অবস্থিত। ২০২১এ এই ভাস্কর্যের একটি রেপ্লিকা আমেরিকাকে উপহার দেয় ফ্রান্স। তার নাম লিটল সিস্টার। মূল স্ট্যাচুর চেয়ে ১৬ গুন ছোট এই স্ট্যাচু। ওয়াশিংটন ডিসির ফরাসি দূতাবাসের সামনে এই স্ট্যাচু প্রতিষ্ঠা করা হয়েছে।
Latest Videos