International Snake Day: ১৬ই জুলাই আন্তর্জাতিক সর্প দিবসের বিশেষ প্রতিবেদন
যাদের নাম শুনলেই আতঙ্ক, আজ তাদের দিন। তারা সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সেরা প্রাণীদের মধ্যে একটি। যারা না থাকলে আমাদের রুটির ঝুড়ি আর ভাতের থালা ফাঁকাই থাকত।
সাপ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে রাজ্য জুড়ে কাজ করে চলেছে বহু সংগঠন। সাপের সম্পর্কে ভীতি কাটাতে, সাপের উপকারী দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে এই ধরনের সচেতনতা শিবিরগুলো খুবই উপযোগী। সচেতনতা শিবির এবং সাপ উদ্ধারের ভিডি/a দেখুন এই বিশেষ প্রতিবেদনে। ১৬ই জুলাই আন্তর্জাতিক সর্প দিবস। অথচ সারা পৃথিবীর প্রায় ৩৫০০ প্রজাতির সাপের মধ্যে মাত্র ৬০০টি প্রজাতিই কেবল বিষধর। সাপ সম্পর্কে আমাদের অজ্ঞতা প্রতিদিন এই সুন্দর উপকারী প্রাণীটিকে ঠেলে দিচ্ছে অবলুপ্তির দিকে। যাদের নাম শুনলেই আতঙ্ক, আজ তাদের দিন। তারা সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সেরা প্রাণীদের মধ্যে একটি। যারা না থাকলে আমাদের রুটির ঝুড়ি আর ভাতের থালা ফাঁকাই থাকত।
Latest Videos