Investment in Champagne: শ্যাম্পেনে বিনিয়োগ করলেই অকল্পনীয় লাভ!

Investment in Champagne: শ্যাম্পেনে বিনিয়োগ করলেই অকল্পনীয় লাভ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 13, 2023 | 3:30 PM

মদ্যপান ছাড়াও মদ থেকে আপনি ভাল উপার্জনও করতে পারেন। নিশ্চয়ই ভাবছেন যে,ওয়াইন বা শ্যাম্পেন থেকে কীভাবে আয় করবেন? অ্যালকোহল পানকে খারাপ অভ্যাস বলে বিবেচনা করা হলেও,অ্যালকোহল দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

মদ্যপান ছাড়াও মদ থেকে আপনি ভাল উপার্জনও করতে পারেন। নিশ্চয়ই ভাবছেন যে,ওয়াইন বা শ্যাম্পেন থেকে কীভাবে আয় করবেন? অ্যালকোহল পানকে খারাপ অভ্যাস বলে বিবেচনা করা হলেও,অ্যালকোহল দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। যেকোনও আনন্দ অনুষ্ঠানে যেমন শ্যাম্পেন খোলা হয়,তেমনই এতে বিনিয়োগ করাও অত্য়ন্ত লাভজনক। গত এক দশকে হংকং,সিঙ্গাপুর এবং তাইওয়ান-সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্যাম্পেনের প্রতি আগ্রহ বাড়ছে। এই সব দেশে বিপুল পরিমাণ শ্যাম্পেন বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে অ্যালকোহলের বাজার ১,৪৪,৮২০ কোটি ডলারের! ২০২২ সাল থেকে ২০২৮ সালের মধ্যে এই বাজার প্রতি বছর ১০.৩% করে বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে,এই বাজার ১,৯৭,৬০০ কোটি ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। ভারতেও গত কয়েক বছরে মদের উৎপাদন ২৫% বেড়েছে। ২০০৮ ডম পেরিগননের দাম ৩৭৫ ডলার। ২০০৬ ক্রুগ ভিনটেজ ব্রুটের দাম ৪০০ ডলার। আরমান্ড ডি ব্রিগনাক মিডাসের দাম ২১৫,০০০ ডলার। হেনরি ৪ ডুডোগনন হেরিটেজ কগনাক গ্র্যান্ডে শ্যাম্পেনের দাম ২,০০০,০০০ ডলার। ২০১২ লুই রোডেরার ক্রিস্টালের দাম ৩৪৫ ডলার। আপনাকে তাদের নিলামে অংশ নিতে হবে। এর পরে আপনি সেগুলি কোনও ব্যক্তিগত ক্রেতার কাছে বিক্রি করতে পারেন। আপনার লাভ প্রিমিয়াম এবং ভিনটেজ ওয়াইন নিলামের উপর নির্ভর করে। ওয়াইন বা শ্যাম্পেনের মূল্য,সেটি কত বছরের পুরোনো তার উপর নির্ভর করে। একই সময়ে,কিছু কিছু দেশে ওয়াইন স্টক এক্সচেঞ্জও রয়েছে। যেখানে বিনিয়োগ করে আপনি যেকোনো ফিক্সড ডিপোজিট রিটার্নের থেকে বেশি রিটার্ন পেতে পারেন।