IRCTC Booking New Rules: ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ে নয়া নিয়ম

IRCTC Booking New Rules: ট্রেনে লোয়ার বার্থ বুকিংয়ে নয়া নিয়ম

আসাদ মল্লিক

|

Updated on: Apr 28, 2023 | 4:23 PM

IRCTC: ট্রেনে নিজের পছন্দ মত আসন পাওয়া বেশ কঠিন। পছন্দের আসন সুরক্ষিত করতে ১ মাস আগে থেকে টিকিট কেনা শুরু করেন। ট্রেনে লোয়ার বার্থ হল সবচেয়ে জনপ্রিয় বসার বিকল্প। লোয়ার বার্থের সংরক্ষণের জন্য এখন থেকে মানুষ আর এই আসন সংরক্ষণ করতে পারবেন না।

ট্রেনে নিজের পছন্দ মত আসন পাওয়া বেশ কঠিন। পছন্দের আসন সুরক্ষিত করতে ১ মাস আগে থেকে টিকিট কেনা শুরু করেন। ট্রেনে লোয়ার বার্থ হল সবচেয়ে জনপ্রিয় বসার বিকল্প। লোয়ার বার্থের সংরক্ষণের জন্য এখন থেকে মানুষ আর এই আসন সংরক্ষণ করতে পারবেন না। ভারতীয় রেলওয়ে মেইল এবং এক্সপ্রেস ট্রেনে আসন বুক করার জন্য একটি নতুন নিয়ম চালু করেছে। নিচের সিট বুক করার ক্ষেত্রে বয়স্ক যাত্রী,একা ভ্রমণকারী মহিলারা অগ্রাধিকার পাবে। ছোট বাচ্চাদের অভিভাবকদেরও অগ্রাধিকার দেওয়া হবে। ভারতীয় রেল জানিয়েছে যারা প্রতিবন্ধী এবং তাদের সঙ্গীরা নিম্ন আসনের অধিকারী হবেন। স্লিপার ক্লাসের ৪টি আসনের মধ্যে ২টি নিম্ন এবং ২টি মধ্যম আসন এই যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। ২টি তৃতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কোচের আসন যার মধ্যে ১টি নিম্ন ও ১টি মধ্যম আসন এই যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ৪টি পৃথক গোষ্ঠী রেলওয়েতে কম ভাড়ার জন্য যোগ্য। সম্পূর্ণ অন্ধ, প্যারাপ্লেজিক, অর্থোপেডিকভাবে প্রতিবন্ধী এবংমানসিকভাবে প্রতিবন্ধীরা কম ভাড়ার জন্য যোগ্য। এরা রেলে একা বা এসকর্টের সঙ্গে ভ্রমণ করতে পারেন। ৬০ বছরের বেশি বয়সী পুরুষ যাত্রীদের ভারতীয় ট্রেনে লোয়ার বার্থ কোটার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। ৪৫ বছরের বেশি বয়সী মহিলা যাত্রীদের লোয়ার বার্থ কোটার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। আইআরসিটিসি এর মাধ্যমে টিকিট বুক করার সময় যাত্রীরা বিভিন্ন কোটা নির্বাচন করতে পারেন।