Amazon River: নীলের চেয়ে বড় হবে আমাজন?
দুনিয়ার দীর্ঘতম নদী মিশরের নীল নদ। ৭,১০০ কিলোমিটারের এই নদী প্রবাহিত ১১টি দেশের মধ্যে দিয়ে। ব্রাজিলের আমাজন নদী দুনিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী।
দুনিয়ার দীর্ঘতম নদী মিশরের নীল নদ। ৭,১০০ কিলোমিটারের এই নদী প্রবাহিত ১১টি দেশের মধ্যে দিয়ে। ব্রাজিলের আমাজন নদী দুনিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। আমাজনের দৈর্ঘ্য ৭,০০০ কিলোমিটারের কাছাকাছি। আমাজন প্রবাহিত ৭ দেশের মধ্যে দিয়ে। তবে এই তথ্য খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে। আমাজনের উৎস পেরুর আপুরিম্যাক নদী।
অসংখ্য উপ ও শাখা নদী নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তর আমাজন রিভার সিস্টেম। অনেকের মতে আমাজনের উৎস পেরুর মান্তারো নদী। যদি তা হয় তাহলে বেড়ে যাবে আমাজনের দৈর্ঘ্য। ২০২৪ এপ্রিলে শুরু হচ্ছে এক অভিযান। ৭,০০০ কিমি নদীপথে নৌকায় পাড়ি দেবেন একদল পোড় খাওয়া অভিযাত্রী।
অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রের সাহায্যে মাপা হবে আমাজনকে। অভিযান চলবে আটলান্টিক থেকে আন্দিজ পর্যন্ত। লাতিন আমেরিকা আশাবাদী নীল নদকে ছাপিয়ে দীর্ঘতম নদী হবেই আমাজন।
Latest Videos