Bike Engine Oil: ইঞ্জিন ঠাণ্ডা করে যারা...

Bike Engine Oil: ইঞ্জিন ঠাণ্ডা করে যারা…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 22, 2023 | 6:22 PM

এখনকার তরুণ প্রজন্ম বাইকে বেশি স্বচ্ছন্দ। কেউ ভালবাসেন অ্যাডভেঞ্চার বাইক কেউ স্পোর্টস বাইক কেউ কমিউটার। বাইক কেনার আগে জেনে নিন কোন প্রযুক্তির ইঞ্জিন আছে আপনার বাইকে।

এখনকার তরুণ প্রজন্ম বাইকে বেশি স্বচ্ছন্দ। কেউ ভালবাসেন অ্যাডভেঞ্চার বাইক কেউ স্পোর্টস বাইক কেউ কমিউটার। বাইক কেনার আগে জেনে নিন কোন প্রযুক্তির ইঞ্জিন আছে আপনার বাইকে। ইঞ্জিন ঠান্ডা রাখা প্রয়োজন না হলে তাপ বেড়ে ইঞ্জিন বিগড়ে যায়। মূলত তিনভাবে ইঞ্জিনকে ঠান্ডা রাখা হয়। এয়ার কুলিং অয়েল কুলিং এবং লিকুইড কুলিং প্রযুক্তিতে ইঞ্জিন ঠান্ডা করা হয়।

১০০ থেকে ২০০ সিসির মোটরবাইকে এয়ার কুল্ড প্রযুক্তির ইঞ্জিন থাকে। ঠান্ডা বাতাস এসে ইঞ্জিন অয়েল ঠান্ডা রাখে। ইঞ্জিনের বাইরের লাইন থাকে। ১৫০ সিসির ওপরে বাইকের ইঞ্জিন হয় অয়েল কুল্ড। ছোট ছোট রেডিয়েটার ইঞ্জিন অয়েলকে শীতল করে।

চারচাকা ও বাসে লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়। ২০০ সিসির ওপরে স্পোর্টস, অ্যাডভেঞ্চার ট্যুরার ও ক্রুজার বাইকে লিকুইড কুল্ড ইঞ্জিন থাকে। এই কুল্যান্ট বেশ ব্যয়বহুল।