Naushad Siddiqui News: আইএসএফের 'একলা চলো' ভাবনা

Naushad Siddiqui News: আইএসএফের ‘একলা চলো’ ভাবনা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 5:20 PM

এদিন ফুরফুরায় আই এস এফের রাজ্য কমিটির বৈঠকের শেষে এমনটাই জানালেন আই এস এফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন বৈঠকে প্রার্থী তালিকা তৈরির পাশপাশি জোট নিয়েও আলোচনা হয়।তবে জোট কি আদাও হবে নাকি একলা চলো নীতি নিয়েই নির্বাচনে অংশ গ্রহন করবে আই এস এফ, তা স্পষ্ট করেননি নওশাদ সিদ্দিকী।

একলা চলো নীতি নিয়েই আগামী সোমবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় পঞ্চায়েত নিবার্চনে মনোনয়ন পত্র তোলা বা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে আই এস এফ। এদিন ফুরফুরায় আই এস এফের রাজ্য কমিটির বৈঠকের শেষে এমনটাই জানালেন আই এস এফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন বৈঠকে প্রার্থী তালিকা তৈরির পাশপাশি জোট নিয়েও আলোচনা হয়।তবে জোট কি আদাও হবে নাকি একলা চলো নীতি নিয়েই নির্বাচনে অংশ গ্রহন করবে আই এস এফ, তা স্পষ্ট করেননি নওশাদ সিদ্দিকী। গত কাল পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া। সেই মত জোট ও প্রার্থী তালিকা তৈরি করতে আজ আই এস এফের রাজ্য কমিটির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক হয় ফুরফুরায়। বৈঠক শেষে আই এস এফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন আজ থেকেই বিভিন্ন জায়গায় আই এস এফের প্রার্থীরা মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তবে একাধিক জায়গায় তাদের বাঁধা দেওয়া থেকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানান আই এস এফ চেয়ারম্যান। তিনি আরো বলেন কোথায় কোথায় প্রার্থী দেওয়া হবে তা আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী সোমবার থেকে মনোনয়ন তোলা বা জমা দেওয়া হবে। যে সব জায়গায় আই এস এফের প্রার্থী দেওয়া সম্ভব হবে না সেই সব জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কাকে সমর্থন করা হবে তা আগামী রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে।তবে আপাতত একক ভাবে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে আই এস এফ।