Bank Fraud: AC-র হাহাকার, অনলাইনে প্রতারণা!

Bank Fraud: AC-র হাহাকার, অনলাইনে প্রতারণা!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 07, 2023 | 3:15 PM

AC Booking: প্রচন্ড গরম, আর গরমের হাত থেকে বাঁচতে AC কিনছে মানুষজন। দোকানে AC সাপ্লাই ঠিক মতো পাওয়া যাচ্ছেনা। তাই অনলাইনে AC কিনতে গিয়ে প্রতারণার স্বীকার শখের বাজারের প্রদীপ কুমার রায়। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে বেহালা বেশ কয়েকটি AC-র দোকানে গেছিলেন প্রদীপ বাবু, কিন্তু সাপ্লাই নেই দোকানে।

প্রচন্ড গরম, আর গরমের হাত থেকে বাঁচতে AC কিনছে মানুষজন। দোকানে AC সাপ্লাই ঠিক মতো পাওয়া যাচ্ছেনা। তাই অনলাইনে AC কিনতে গিয়ে প্রতারণার স্বীকার শখের বাজারের প্রদীপ কুমার রায়। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে বেহালা বেশ কয়েকটি AC-র দোকানে গেছিলেন প্রদীপ বাবু, কিন্তু সাপ্লাই নেই দোকানে। অপেক্ষা করতে হবে বেশ কয়েক দিন। শেষমেষ অপেক্ষা না করে অনলাইন শপিং অ্যাপ এম্যাজন থেকে প্রদীপ বাবু ১ তারিখ একটি ৫ ষ্টার উইন্ড ac বুক করেন এবং ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট ও করে দেন। বন্ধুরা প্রদীপ বাবু কে বলেন যে খারাপ AC রিপ্লেস করা যায় অনলাইনে। প্রদীপ বাবু জানতে পেরে আগের বুকিংটি ক্যান্সেল করেন ও রিপ্লেস মেন্ট সহ আবার একটি AC বুক করেন। কিন্তু তখন ও আগের বুকিং এর ৩৫৪৯৯ টাকা ফেরত পাননি। এবং ফেরত না পেয়ে প্রদীপ বাবু গুগুল থেকে এম্যাজন এর ফোন নম্বর জোগাড় করে সেই নম্বরে ফোন করেন। ফোন করার পর উল্টোদিকে থাকা ব্যক্তি প্রদীপবাবুকে বলেন আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন, আগে প্লে স্টোরে গিয়ে এনিডেক্স ডাউনলোড করুন। প্রদীপবাবু না বুঝে প্লে স্টোরে গিয়ে এনিডেক্স ডাউনলোড করে এবং কিছুক্ষনের মধ্যেই প্রদীপ বাবুর ক্রেডিট কার্ড থেকে এক লক্ষ ১৬ হাজার ৯৯৯ টাকা ডেবিট হয়ে যায় এবং তারপরে প্রদীপবাবু হতবাক হয়ে যায়। তারপর তিনি সারশুনা থানা ও সাইবার ক্রাইম এ অভিযোগ যানান।