Jalpaiguri News: সাপ আতঙ্কে বন্ধ স্কুল!
গত সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত থেকে বেশ কয়েক দফায় জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয় থেকে মোট ৩৯ টি গোখরো সাপের ছানা উদ্ধার হয়েছে। এই ঘটনায় গত ২ দিন ধরে স্কুলে পঠন পাঠন বন্দ রয়েছে।
স্কুলের চৌহদ্দি থেকে একের পর এক গোখরো সাপ উদ্ধারের ঘটনায় ৩ দিন ধরে পঠন পাঠন বন্দ স্কুলে। গত সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত থেকে বেশ কয়েক দফায় জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয় থেকে মোট ৩৯ টি গোখরো সাপের ছানা উদ্ধার হয়েছে। এই ঘটনায় গত ২ দিন ধরে স্কুলে পঠন পাঠন বন্দ রয়েছে।বৃহস্পতিবারেও সাপের তল্লাশী হবে। তাই স্কুলে পঠন পাঠন বন্দ থাকবে। বুধবারও শহরের মারওয়ারী গার্লস স্কুল থেকে একটি গোখরো সাপের ছানা উদ্ধার হয়। সোমবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত এই নিয়ে তিনদিনে মোট ৩৯ টি গোখরো সাপের ছানা উদ্ধার হল ওই স্কুল থেকে। উদ্ধারের পর সাপের ছানা গুলিকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী এদিনও স্কুলে ক্লাস বন্ধ ছিল। বৃহস্পতিবার স্কুলে ফের সাপের তল্লাশী চালাবে বনদপ্তর এবং পরিবেশ কর্মী অঙ্গুর দাস। তাই স্কুল বন্ধ থাকবে। পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন সোম, মঙ্গল ও বুধবার পরপর সাপ উদ্ধার হলেও, এখনও এক জোড়া পূর্নবয়স্ক গোখরো সাপ ওই স্কুলে থাকার সম্ভাবনা আছে। বৃহস্পতিবারও বনদপ্তরের সহযোগিতায় আমরা সেই জোড়া সাপের সন্ধানে তল্লাশি চালাবো। তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা যেই ৩৯ টি গোখরো সাপের ছানা উদ্ধার করেছিলাম সেই গুলিকে আমরা উপযুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছি। মারওয়ারী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রিমা তিওয়ারি জানিয়েছেন ছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা বৃহস্পতিবারও স্বেচ্ছাসেবী সংস্থাকে বলেছি সাপ খুঁজতে তল্লাশি জারি রাখতে।তাই বৃহস্পতিবারও স্কুলে পঠন পাঠন বন্দ থাকবে।