Jalpaiguri Theft News : জলপাইগুড়িতে অমানবিক ঘটনা! স্তব্ধ বাংলা

TV9 Bangla Digital | Edited By: Nandan Paul

Dec 07, 2023 | 3:23 PM

Jalpaiguri Theft News : ট্রেনে ট্রেনে ঘুরে ভিক্ষা করেন দুই ভিখারি। ভিক্ষা করে জমিয়েছিলেন ১০হাজার টাকা। সন্ধেয় বাড়ি ফিরে এসে তাঁরা হতবাক। ঘটনায় তোলপাড় জলপাইগুড়ি।

একের পর এক দুর্নীতির খবর আসে প্রতিদিন। গ্রেফতার হচ্ছেন নেতা-মন্ত্রীরা। কোটি কোটি টাকা দুর্নীতি! এই সব খবর দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যে চুরির খবরে অভ্যস্ত হইনি, তা হল এই খবর! ভিখারির ঘরে চুরি!

ভাবতে পারেন! যাঁদের পেট চলে আপনার আমার দিকে হাত বাড়িয়ে ২টো পয়সা কুড়িয়ে, সেই ভিখারিকেও রেয়াত করল না চোরে রা! ভিখারির ঘর থেকে কী কী চুরি হল জানেন? শুনলে আপনারও লজ্জা করবে। চুরি গেল ভিখিরির খঞ্জনি। চুরি তার শেষ সম্বল নগদ ১০ হাজার টাকা।

নারায়ণ দেবনাথ ও মীনা দেবী। দুই ভাই বোন। বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানী নগর এলাকায়। জন্ম থেকেই তাঁরা দৃষ্টিহীন।রোজ সকালে এ ট্রেন ও ট্রেন ঘুরে বেড়ানোই কাজ। খঞ্জনি বাজিয়ে গান করেন। কেউ ভালবেসে, কখনও কেউ বা বিরক্তিতে তাদের হাতে তুলে দেয় ২-৫টাকা। তাতেই কোনওমতে চলে যায় দিননামচা। কষ্ট করে তার থেকেই একটু একটু করে সঞ্চয়। কষ্ট করে জমানো সেই নগদ ১০হাজার টাকা চুরি করে নিল চোর! সাথে গানের সাথে তাল মেলানো সেই খঞ্জনিও!

নারায়ন ও মীনা কখন জানলেন এই চুরি হয়েছে? প্রতিদিনের মতো গত সোমবার সকালেও নারায়ণ-মীনা ভিক্ষার বাটি নিয়ে বেরোন। সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের মত হাতড়ে হাতড়ে তালার জায়গা তাঁদের হাত আসতেই আতঁকে ওঠেন ওরা। একী!

ঘরের তালা ভাঙা। বুক ঢিপঢিপ অবস্থায় দরজার পাল্লা সরিয়ে ঘরে ঢুকতেই বুঝতে পারেন লন্ডভন্ড হয়ে আছে ঘর। প্রতিবেশীদের ডাক দেন। তাঁরা এসে দেখেন সবকিছু । নারায়ণ আর মীনারা ডুবে যান চোখের জলে।

” ভিক্ষা করিলেন, দ্বারে দ্বারে রোদন করিলেন, সম্পদের সময় যাহারা তাঁহার স্বামীর সামান্য অনুচর ছিল তাহাদের নিকটও অঞ্চল পাতিলেন-কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না” -ভিখারিনী (রবীন্দ্রনাথ ঠাকুর)

আসলে ভিখারিনী লেখার সময় হোক বা আজ। ভিখারীদের দাবি, ভিখারীদের অভিযোগ কে আর কবে শুনেছে? সেই অভিযোগ শোনা গেল আবার। অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ২৪ঘন্টা কেটে গেলেও পুলিশ আসেনি।

Published on: Dec 07, 2023 03:19 PM
Saraswati River: এমন নদী আছে ভারতে, যা দেখা যায় না
Tourist Problem :শিশুদের সামনেই নগ্ন হয়ে যাচ্ছেন বিদেশিরা,কোথায় এই ঘটনা?
Saraswati River: এমন নদী আছে ভারতে, যা দেখা যায় না
Tourist Problem :শিশুদের সামনেই নগ্ন হয়ে যাচ্ছেন বিদেশিরা,কোথায় এই ঘটনা?