Dhupguri News: ডোবায় তলিয়ে গেল JCB মেশিন!
তৃণমূলের মদতেই চলছে পাচার অভিযোগ তুলেছে বিজেপি। সরকারি নিষেধাজ্ঞার পরেও বন্ধ হয়নি বালি, মাটি পাচার। এবার গভীর রাতে অবৈধভাবে মাটি খনন করে তা পাচার করতে গিয়ে রীতিমতো ডোবার মধ্যে আটকে গেল জেসিবি মেশিন। বরাত জোরে প্রাণে বাঁচলেন জেসিবি চালক, ঘটনাটি ঘটেছে মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব আলতাগ্রামের পন্ডিত পাড়াতে
গভীর রাতে বেআইনিভাবে চলছিল ডোবা খুরে মাটি পাচার, আচমকা ঘটলো বিপত্তি ডোবায় তলিয়ে যেতে লাগলো জেসিবি মেশিন। কোনওরকমে ঝাঁপিয়ে প্রাণ বাঁচালেন চালক। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। তৃণমূলের মদতেই চলছে পাচার অভিযোগ তুলেছে বিজেপি। সরকারি নিষেধাজ্ঞার পরেও বন্ধ হয়নি বালি, মাটি পাচার। এবার গভীর রাতে অবৈধভাবে মাটি খনন করে তা পাচার করতে গিয়ে রীতিমতো ডোবার মধ্যে আটকে গেল জেসিবি মেশিন। বরাত জোরে প্রাণে বাঁচলেন জেসিবি চালক, ঘটনাটি ঘটেছে মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব আলতাগ্রামের পন্ডিত পাড়াতে। স্থানীয় সূত্রে খবর সেই সময় যে যুবক জেসিবি টি চালাচ্ছিলেন সে জলে ঝাপ দেয় জেসিবি মেশিন টি তলিয়ে যেতে থাকে দেখে। ভোর সারে চারটা থেকে ডোবার মিধ্যে তলিয়ে যেতে থাকা জেসিবি মেশিন তোলার চেষ্টা শুরু হয় দুপুরের পর জলে আটকে যাওয়া জেসিবি টি অন্য জেসিবির সাহায্যে তোলা হয় বলে সূত্রের খবর। বিজেপির অভিযোগ তৃণমূলের নেতাদের মদতেই চলছে বেআইনিভাবে মাটি বালি পাচার। বিজেপি নেতা কমলেশ সিংহ রায় বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা জেসিবি মেশিন নামিয়ে মাটি পাচার করছিলো। সেই সময় মেশিনটি ডোবার মধ্যে তলিয়ে যেতে থাকে। কোনরকমে ঝাঁপ দিয়ে চালক প্রানে বাঁচেন। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। মাটি পাচারের সঙ্গে যুক্ত পাচারকারী সঙ্গে ফোনে বক্তব্য জানতে চাওয়া হলে তারা পরিষ্কার জানিয়ে দেন থানায় মান্থলি দিয়ে (মাসিক ঘুস) তারা কাজ করছেন। এটা তাদের ব্যবসা তারা গাড়িখাটান।তিনি আরো বলেন চালক সুস্থ রয়েছে।জেসিবির তেমন কিছু ক্ষতি হয়নি।মাটি পাচারকারী সাংবাদিকের কাছে স্বীকার করেন ডোবার পাশে মাটি খুরছিলেন। পরিবেশ কর্মীদের দাবি যেভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন চলছে বিভিন্ন জায়গায় মেশিন দিয়ে,তাতে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। প্রকৃতি তার প্রতিশোধ নেবে। এই ঘটনা থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে রাতে বেআইনিভাবে খনন চলছে মাটি পাচার চলছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তা আটকানোর দায়িত্ব কার? খননকার্য করতে গিয়ে জেসিবি মেশিন জলে তলিয়ে যাচ্ছিল সেখানে কোন মৃত্যু হলে তার দায় কার হতো? তাহলে প্রশ্ন উঠেছে নজরদারি কোথায়? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন আটকানো যাচ্ছে না এই বেআইনি খনন এবং মাটি বালি পাচার? তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল দিচ্ছেন না প্রশাসনিক কর্তারা, বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা, আর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।