Cyclone Mocha Effect: দুরন্ত ঘূর্ণির পাকে চক্রে পড়ে গিয়েছে গ্রীষ্মকালের আরামদায়ক কালবৈশাখী
কালবৈশাখী যে বিশাল বজ্রগর্ভ মেঘ যাকে আবহাওয়ার পরিভাষায় বলা হয় কিউমুলোনিম্বাস, সেটাই গড়ে উঠতে পারছে না। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তর বলেন ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব নয় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে অনেক কিছুই হয় তার মধ্যে একটি জলীয় বাষ্প শূন্যতা ঘূর্ণিঝড় সমস্ত জলীয় বাষ্প আশপাশ থেকে টেনে নিয়ে বায়ুমণ্ডল শুষ্ক করে দেয়। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে না তার ফলে কালবৈশাখী তৈরি হয় না
ঘূর্ণিঝড়ের গ্রাসে কালবৈশাখী। দুরন্ত ঘূর্ণির পাকে চক্রে পড়ে গিয়েছে গ্রীষ্মকালের আরামদায়ক কালবৈশাখী। কালবৈশাখী যে বিশাল বজ্রগর্ভ মেঘ যাকে আবহাওয়ার পরিভাষায় বলা হয় কিউমুলোনিম্বাস, সেটাই গড়ে উঠতে পারছে না। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তর বলেন ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব নয় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে অনেক কিছুই হয় তার মধ্যে একটি জলীয় বাষ্প শূন্যতা ঘূর্ণিঝড় সমস্ত জলীয় বাষ্প আশপাশ থেকে টেনে নিয়ে বায়ুমণ্ডল শুষ্ক করে দেয়। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে না তার ফলে কালবৈশাখী তৈরি হয় না। ঘূর্ণিঝড় একটা বিশাল চোরকির মত যে চোরকি তারে লজের ঝাপটে টেনে নেয় সব জলীয় বাষ্প। ফলে বায়ুমন্ডলে বৃষ্টিদায়ক মেঘের স্বস্তিদায়ক উৎপত্তি বন্ধ হয়ে যায়। সোজা কোথায় ঘূর্ণিঝড় গিলে খায় কালবৈশাখী।
Latest Videos