The Kerala Story Controversy: 'দ্য কেরালা স্টোরি': রাজের পক্ষে রুদ্রনীল

The Kerala Story Controversy: ‘দ্য কেরালা স্টোরি’: রাজের পক্ষে রুদ্রনীল

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 10, 2023 | 9:30 PM

রাজ্যের শাসক দলের বিরোধী দলকর্মী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তীর মন্তব্য শোনার পরই বিস্ফোরক মন্তব্য করেন। পরিচালকের পক্ষে সুর টেনে তিনি বলেন, “রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যাঁরা শিরদাঁড়ার দামটুকু জানেন। তাঁরা যে তাঁদের দলে ব্যবহারের শিকার হয়েছেন, তা মানতে-মানতে শেষ পর্যায় এসে পৌঁছেছেন। তাঁর-তাঁর মুখ দিয়েই মনে হয় কথাগুলো বেরিয়েছে। আর এ কথা তো সত্যি।”

অকপট রাজ চক্রবর্তী
বুধবার ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ প্রসঙ্গে প্রথমবার মুখ খোলেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। পরিচালক বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়ে থাকে।” এরপরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে।

রাজের পক্ষে রুদ্রনীল
রাজ্যের শাসক দলের বিরোধী দলকর্মী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তীর মন্তব্য শোনার পরই বিস্ফোরক মন্তব্য করেন। পরিচালকের পক্ষে সুর টেনে তিনি বলেন, “রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যাঁরা শিরদাঁড়ার দামটুকু জানেন। তাঁরা যে তাঁদের দলে ব্যবহারের শিকার হয়েছেন, তা মানতে-মানতে শেষ পর্যায় এসে পৌঁছেছেন। তাঁর-তাঁর মুখ দিয়েই মনে হয় কথাগুলো বেরিয়েছে। আর এ কথা তো সত্যি।”

রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনী। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জমা পড়ল জোড়া জনস্বার্থ মামলা। কেন সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করে হাইকোর্টে আবেদন করেন অনিন্দ্যসুন্দর দাস। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

মমতার বিরুদ্ধে গর্জে উঠল CBFC
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক অব্যাহত। মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়ের নির্দেশে বাংলার হল থেকে তুলে নেওয়া হচ্ছে এই ছবি। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে টিম ‘দ্য কেরালা স্টোরি’। এরই মধ্য়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠলেন সেন্টাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা CBFC-র সদস্য় ভিনি ত্রিপাঠি। ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সরাসরি ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন ভিনি।

মুখ খুললেন আদাহ
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন চতুর্দিকে চর্চা, তখন সেই ছবি নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় চরিত্র আদাহ শর্মা। তাঁর কথায়, “আমরা প্রচুর সমর্থন পেয়েছি। তার জন্য আমি ধন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন করবে। তাঁরা সতর্ক হবেন। শুধু তাই-ই নয়, তাঁদের জীবনও বাঁচাবে।”

মনোজের ছবিকে আইনি নোটিস
মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির ট্রেলার। এর পরেই শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখানো ধর্মগুরুর সঙ্গে মিল রয়েছে জেলবন্দি ধর্মগুরু আসারাম বাপুর– এমনটাই মনে করছেন অনেকে। এবার ভাবমূর্তি খারাপ করার অভিযোগে মনোজের ওই ছবির টিমকে আইনি নোটিস পাঠাল আসারাম বাপুর ট্রাস্ট। আইনি নোটিসে দাবি করা হয়েছে, “ছবিটি অত্যন্ত আপত্তিকর ও তাঁর ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর।”

ভাঙা পড়ল ‘মিঠাই’ সেট
মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ শেয়ার করলেন এক মন খারাপের ভিডিয়ো। ভাঙা পড়ছে ‘মিঠাই’ ধারাবাহিকের সেট। করলেন এক আবেগঘন পোস্ট। লিখলেন, ভাঙা গড়ার খেলা। এই সে দিন তৈরি হল মনোহরার সেট, আজ ভাঙা হচ্ছে।

রূপার বিরুদ্ধে বোমা
যে ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই ‘মেয়েবেলা’কে বিদায় জানিয়েছেন তিনি। অভিযোগ, চিত্রনাট্যে বধূ নির্যাতনকে প্রাধান্য দেওয়া হচ্ছিল। এবার রূপার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ ‘মেয়েবেলা’র এক সদস্য শুভময় বিশ্বাসের। কাউকে কিছু না বলে কোনও এক মঙ্গলবার যখন আচমকাই সেট ছেড়ে বেরিয়ে যান রূপা, জানিয়ে দেন আর কাজ করবেন না, কী অবস্থা হয়েছিল টিমের, যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক কী করতে হয়েছিল সকলকে, তাই-ই সামনে এনেছেন ওই সদস্য।

শরীর খারাপ যশের?
বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন যশ দাশগুপ্ত। কিন্তু ছবি দেখে ভক্তদের মধ্যে ঘনীভূত হল দুশ্চিন্তা। তাঁদের একটা বড় অংশের মতে বেশ রোগা লাগছে তাঁকে। চিন্তা প্রকাশ করে তাঁদের প্রশ্ন, “দাদা তোমার কি শরীর খারাপ”? না, যশ ঠিকই আছেন, পরিবার ও কাজ ব্যালান্স করছেন ভালভাবেই।