Viral Video: ফল বিক্রেতা সাফ করছে আবর্জনা!
মহিলাকে দেখা যায়,এক-এক করে পাতা সংগ্রহ করে সেগুলিকে ময়লা ফেলার পাত্রে জড়ো করতে। আদর্শ হেগড়ে নামের এক ব্যক্তি ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োটি দেখা যাচ্ছে,কর্ণাটকের ফল বিক্রেতা তার ক্রেতাদের ফেলে রাখা আবর্জনা তুলছেন এক-এক করে। তিনি একটি ছোট্ট ঠেলাগাড়ির উপরে পাতায় মুড়িয়ে ফল বিক্রি করন। ক্রেতারা তাঁর কাছ থেকে ফল কেনার পর সেখানে পাতা ফেলে। হাওয়ায় তা ছড়িয়েও পড়ে চারিদিকে। মহিলাকে দেখা যায়,এক-এক করে পাতা সংগ্রহ করে সেগুলিকে ময়লা ফেলার পাত্রে জড়ো করতে। আদর্শ হেগড়ে নামের এক ব্যক্তি ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখছেন,’এই মহিলা একজন ফল বিক্রেতা। কিছু লোক ফল খাওয়ার পরে তারা বাসের জানালা থেকে পাতা ফেলে দেয়। কিন্তু এই মহিলা সেখানে গিয়ে পাতাগুলি তুলে ফেলেন ডাস্টবিনে। এটা তাঁর কাজই নয়, কিন্তু তা-ও তিনি করছেন’। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন।
Latest Videos