Keema Khichuri Recipe: কীভাবে বানাবেন মাংসের খিচুড়ি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 13, 2023 | 12:00 PM

বর্ষাকাল মানেই অনেকেই খিচুড়ি খান। তবে কখনও শুনেছেন খাসির মাংসের খিচুড়ি? জেনে নিন কীভাবে বানাবেন মাংসের খিচুড়ি।

বর্ষাকাল মানেই অনেকেই খিচুড়ি খান। তবে কখনও শুনেছেন খাসির মাংসের খিচুড়ি? জেনে নিন কীভাবে বানাবেন মাংসের খিচুড়ি। খাসির মাংসের কিমাতে জিরে,লঙ্কা ও হলুদ গুঁড়ো দিন। তারপর মাংসের সঙ্গে আদা-রসুন বাটা ও সর্ষের তেল দিন। সেদ্ধ চাল ও ডাল জলে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিন। কড়াইয়ে গরম করে নিন তেল। তারপর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও টমেটো কুচি দিন। এর সঙ্গে লঙ্কা, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে কষে নিন। এরপর আলুর টুকরো দিয়ে দিন। মশলা কষা হয়ে যাওয়ার পর মাংস দিন। এবার ভাল করে কষিয়ে নিন। চাল ও ডাল ফুটিয়ে নিয়ে কষানো মশলা দিয়ে দিন। নুন দিন স্বাদমত। ডাল ও চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিন। এই ভাবে তৈরি হয়ে গেল কিমা খিচুড়ি।