Benefits of Honey: মধুর ম্যাজিক
Health Tips: আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়িতে বাড়িতে অসুস্থতা। জ্বর সর্দি কাশি লেগেই আছে। অসুস্থ হলে হাতের কাছেই আছে বেশ কিছু ঘরোয়া উপশম। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ এরকম পরিস্থিতিতে সর্দি-কাশিতে ভুগছেন অনেকেই। কাশির সমস্যায় ভালো কাজ দেয় মধু।
আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়িতে বাড়িতে অসুস্থতা। জ্বর সর্দি কাশি লেগেই আছে। অসুস্থ হলে হাতের কাছেই আছে বেশ কিছু ঘরোয়া উপশম। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ এরকম পরিস্থিতিতে সর্দি-কাশিতে ভুগছেন অনেকেই। কাশির সমস্যায় ভালো কাজ দেয় মধু। মধুর সঙ্গে লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে খেলে কাশিতে ভাল উপশম দেয়।
সর্দি কাশি এবং জ্বরের ক্ষেত্রেও ভাল কাজ দেন মধু ও লবঙ্গের মিশ্রণ। গলা ব্যথা ও কাশির ফলে গলার চুলকানিতে ভাল কাজ দেয় লবঙ্গ। মুখে লবঙ্গ রাখলে আর তার সঙ্গে মধু লবঙ্গ মিশ্রণ খেলে দ্রুত আরাম পাওয়া যায়। মুখের যেকোনও রকমের সংক্রমণ ও ঘা দূর করে লবঙ্গ গুঁড়ো হলুদ ও মধুর মিশ্রণ। মধুতে আছে বেশ কিছু প্রোবায়োটিক বৈশিষ্ট্য। তাই লবঙ্গ ও মধুর মিশ্রণ খেলে অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া বাড়ে। তাই মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক না খেয়ে খেয়ে দেখতে পারেন মধু ও লবঙ্গের মিশ্রণ।
Latest Videos