Travelling in a Airplane: বাপ রে! বিমানে এসব!

Travelling in a Airplane: বাপ রে! বিমানে এসব!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 8:25 PM

Airport Rules: মামুলি ছুরি, কাঁচি বা অস্ত্রশস্ত্র নিয়ে বিমানযাত্রা করা যায় না। তবে বিমানযাত্রার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আঁতকে উঠবেন। ২০১১ সালে এক ব্যক্তি প্যান্টে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন সাপ ও কচ্ছপ। মিয়ামি ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে তাঁকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

মামুলি ছুরি, কাঁচি বা অস্ত্রশস্ত্র নিয়ে বিমানযাত্রা করা যায় না। তবে বিমানযাত্রার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আঁতকে উঠবেন। ২০১১ সালে এক ব্যক্তি প্যান্টে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন সাপ ও কচ্ছপ। মিয়ামি ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে তাঁকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। ২০১৩ সালে ফ্লোরিডায় মানব কঙ্কাল নিয়ে সফর করতে গিয়ে সমস্যায় পড়েন এক প্রত্নতত্ত্ববিদ। তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করায় ফোর্ট লডারডেলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মাটির পাত্রে কঙ্কাল নিয়ে যাচ্ছিলেন তিনি।

২০১৬ সালে আটলান্টা এয়ারপোর্টে মৃতদেহ নিয়ে ঢুকতে গিয়ে বাধা পান একটি দল। মৃতদেহটি ছিল নকল, তার নাম নুবিন। আসলে ওটি একটি সিনেমার প্রপ। এতে অন্য যাত্রীদের অনেকটা দেরি হয়। ৩ মাস বয়সি বাঘের বাচ্চা ব্যাংকক থেকে ইরানে নিয়ে যাচ্ছিলেন একজন। বাচ্চাটিকে মাদক খাইয়ে স্যুটকেসে ভরে নিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাঘ্রশাবকটি উদ্ধার করে বন দফতরকে হস্তান্তরিত করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বোতলে ভরে বাচ্চা হাঙ্গর নিয়ে যাত্রা করার চেষ্টা করছিলেন নিউইয়র্কের এক ব্যক্তি। চেকিংয়ের সময়ে হাঙ্গরটি উদ্ধার করা হয়। আসল গ্রেনেড নিয়ে বিমানে চড়ার কোনও প্রশ্নই ওঠে না। একবার এক ব্যক্তি নকল গ্রেনেড নিয়ে বিমানযাত্রার সময়ে আটক হন। ওই নকল গ্রেনেডে গাঁজা ভরে পাচারের চেষ্টা ছিল তাঁর।