KMC Recruitement: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 13, 2023 | 7:17 PM

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। এই বিষয়ে এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সাব অ্য়াসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ ১০ টি। পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। এই বিষয়ে এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। অনলাইনেই করা যাবেন আবেদন। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের প্রসেসিং ফি সহ মোট ২০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ৩০ এপ্রিল অবধি আবেদন করা যাবে।