Ind Bank Recruitment: স্নাতক পাস করলেই এবার আবেদন করতে পারবেন Ind Bank-এ
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অন্তত স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি NISM ও NCFM পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি প্রার্থীদের ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
কর্মী নিয়োগ করছে ইন্ডব্যাঙ্ক মার্চেন্ট ব্যাঙ্কিং সার্ভিসেস লিমিটেড। স্টক ব্রোকিংয়ের জন্য ১২ টি ডিলার পদে কর্মী নিয়োগ করছে এই সংস্থা। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অন্তত স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি NISM ও NCFM পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি প্রার্থীদের ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রার্থী বাছাই করা হবে। বার্ষিক বেতন ৩.৫০ লক্ষ টাকা। ২২ এপ্রিল অবধি করা যাবে আবেদন। Indbank-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে হাইলাইট করা লিঙ্কে ক্লিক করুন। আবেদনপত্র ডাউনলো়ড করুন। কুরিয়ারের মাধ্যমে Head Administration, 480, 1st Floor, Khivraj Complex 1,Anna Salai, Nandanam,Chennai- 600035 এই ঠিকানায় পাঠিয়ে দিন।