Lalu Prasad Yadav Biopic: লালু প্রসাদ যাদবের বর্ণময় জীবন এবার বড় পর্দায়

Lalu Prasad Yadav Biopic: লালু প্রসাদ যাদবের বর্ণময় জীবন এবার বড় পর্দায়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 11:17 PM

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদের বর্ণময় জীবন এবার বড় পর্দায়, সূত্র মারফত জানা যাচ্ছে এমনই। শোনা যাচ্ছে, প্রকাশ ঝা পরিচালকের ভূমিকা পালন করতে চলেছেন। ইতিমধ্যেই নাকি যাদব পরিবারের থেকে চিত্রনাট্যের স্বত্ব কেনা হয়ে গিয়েছে। নেওয়া হয়ে গিয়েছে অনুমতিও। শোনা যাচ্ছে নামভূমিকায় থাকতে পারেন পঙ্কজ ত্রিপাঠী।

লালুর বায়োপিক

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদের বর্ণময় জীবন এবার বড় পর্দায়, সূত্র মারফত জানা যাচ্ছে এমনই। শোনা যাচ্ছে, প্রকাশ ঝা পরিচালকের ভূমিকা পালন করতে চলেছেন। ইতিমধ্যেই নাকি যাদব পরিবারের থেকে চিত্রনাট্যের স্বত্ব কেনা হয়ে গিয়েছে। নেওয়া হয়ে গিয়েছে অনুমতিও। শোনা যাচ্ছে নামভূমিকায় থাকতে পারেন পঙ্কজ ত্রিপাঠী।

ট্রোল্ড শ্রদ্ধা
গান গাইতেই বিপত্তি। সম্প্রতি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে মঞ্চে উঠে গান গাইতে শোনা দেখা। সামনের সারিতেই বসেছিলেন অলকা ইয়াগনি, শ্রদ্ধা গাইলেন ‘বোলে চুরিয়া।’ গান শুরু হতেই খুব একটা খুশি যে হননি অলকা, তা তাঁর অবয়বেই স্পষ্ট হয়ে গেল। এরপরই চরম ট্রোলের শিকার হতে হল শ্রদ্ধা কাপুরকে।

রোহিতের চমক
আসছে রোহিত শেট্টির পরবর্তী কপ সিরিজ় সিংহম এগেইন। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। তবে এবার শোনা যাচ্ছে ছবিতে একগুচ্ছ স্টারের সঙ্গে থাকতে চলেছেন বলিউডের জনপ্রিয় কপ চুলবুল পান্ডে, অর্থাৎ সলমন খান। যদিও খবরে এখনও সিলমোহর দেয়নি পরিচালক কিংবা প্রযোজক সংস্থা।

সরব করণ
কফি উইথ করণ সিজ়ন ৮-এর প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পর থেকেই তা নিয়ে চর্চা তুঙ্গে। দীপিকা পাড়ুকোনের পুরুষসঙ্গী নিয়ে মন্তব্য ঘিরে ট্রোল ঝড়। এবার মুখ খুললেন শো সঞ্চালক করণ জোহর। ট্রোলারদের উদ্দেশে বললেন, ‘নিজের কাজটা করুন, ট্রোল আপনাকে কোথাও পৌঁছে দেবে না।’

ট্রোলের শিকার রেখা
অভিনেতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে দেখা হতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন রেখা। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। মাত্র কয়েক বছরের ফারাক, তবে কেন পায়ে হাত দিয়ে প্রণাম? নেটপাড়ায় কেউ লিখলেন, কচি সাজার চেষ্টা, কেউ আবার লিখলেন, নিজেকে ২০ বছরের মেয়ে ভাবছেন।

কঙ্গনাকে নিয়ে কী বললেন কপিল
অন্যান্য টক শো থেকে মুখ ফেরালেও দ্য কপিল শর্মা শো থেকে যতবার ডাক পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ততবারই হাজির হয়েছেন। কিন্তু কেন? এই প্রশ্ন করায় এবার মুখ খুললেন কপিল। জানালেন, তাঁর অনুমান যে দ্য কপিল শর্মা শো-তে সেলেবদের কথা বলার অনেকটা সুযোগ দেওয়া হয়। যেটা হয়তো অন্য কোনও শো-তে সেভাবে পান না তাঁরা, তাই এই শোয়ের ডাক খুব একটা ফেরান না কেউই।

প্রকাশ্যে সোনমের ছেলের মুখ

২০২২ সালে ছেলে বায়ুর জন্ম হলেও এতদিন তাঁর মুখ দেখাননি সোনম কাপুর। অবশেষে ছেলের মুখ দেখালেন সোনম। সোনম কাপুরের দেওরের আজ জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই বায়ুর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোনম। বায়ুর মুখ দেখে নেটিজেনদের এক একজন দিয়েছেন ভিন্ন মতামত। কারও মতে, ছোট্ট বায়ুকে নাকি তাঁর দাদু অনিল কাপুরের মতো দেখতে। আবার কেউ বলছেন, বাবা আনন্দ আহুজার সঙ্গেই নাকি বেশি মিল।

রাখির নতুন প্রেমিক?

রাখি সাওয়ান্ত মানেই নিত্যনতুন বিতর্ক। তাঁর জীবনে পুরুষের আনাগোনাও নেহাত কম নয়। সম্প্রতি আদিল খান দুরানির সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা কে না জানেন? ব্যক্তিগত সমস্যা এখন সকলের চোখের সামনে। এরই মধ্যে নতুন খবর! অন্তত সূত্রের দাবি তেমনই। রাখি নাকি ফের একবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কে সেই ব্যক্তি? কী করেন? তিনি আর কেউ নন রাখির আইনজীবী কাশিফ।

 

হাসপাতালে ভর্তি সুদীপার স্বামী

দিন কয়েক ধরেই অসুস্থতা ছিলই। কিন্তু লক্ষ্মীপুজোর দিনেই বেড়েছে বিপত্তি। বুকে ব্যথা ও বেশ কয়েকবার বমি হওয়ায় পরিবার আর ফেলে রাখেনি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। যিনি সম্পর্কে সঞ্চালক ও ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রধান দু’টি ধমনীতে ব্লকেজ থাকার কারণে বাইপাস সার্জারি হবে তাঁর।