Panchayat Elections 2023: উৎসবের মেজাজে শাসক-বিরোধী!
পঞ্চায়েত ভোট ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ, পালটা অভিযোগ, হানাহানি, রক্তপাত, মৃত্যুমিছিল। রাজ্য জুড়ে এমন ছবির মাঝেই বাঁকুড়ার ওন্দা ব্লকের সায়েরবাঁকড়া এক উজ্জ্বল দৃষ্টান্তই বলা চলে।
পঞ্চায়েত ভোট ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ, পালটা অভিযোগ, হানাহানি, রক্তপাত, মৃত্যুমিছিল। রাজ্য জুড়ে এমন ছবির মাঝেই বাঁকুড়ার ওন্দা ব্লকের সায়েরবাঁকড়া এক উজ্জ্বল দৃষ্টান্তই বলা চলে। ওন্দার সায়েরবাঁকড়া গ্রামের বুথ গ্রামের প্রান্তে গড় কোটালপুর রবীন্দ্র বিদ্যা নিকেতনে। গ্রাম থেকে স্কুলে যাওয়ার ঢালাই রাস্তার ধারেই নিজের নিজের পতাকা টাঙিয়ে ক্যাম্প খাটিয়েছে সিপিএম, বিজেপি, তৃনমূল। না। দূরে দূরে নয়। একটি থেকে অপর ক্যাম্পের ফারাক হাত দুয়েকও নয়। এক দলের কর্মীর সংখ্যা বেশি হলে তাঁরা পাশের ক্যাম্পের চট টেনে বসে পড়ছেন। একদলের ক্যাম্পের আনা জল, খাবার, চা চেয়ে খাচ্ছেন অন্য দলের ক্যাম্পের কর্মীরা। সব দলের কর্মীরাই বলছেন আমরা ভোটের সময় যে যার দল করলেও ভোট মিটলেই আমরা সবাই একে অপরের প্রতিবেশী। রাজনীতির হিংসা আর হানাহানির মাঝে সায়েরবাঁকড়া গ্রামের সৌহার্দ্যের এমন ছবি নজির বইকি।