বামেদের ইস্তেহারে দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়ের প্রতিশ্রুতি

সৌরভ পাল

|

Updated on: Mar 12, 2021 | 12:03 PM

একুশের বঙ্গযুদ্ধে কোমর বেঁধেই নামছে বামেরা (CPIM)। খুব শিগগিরই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) উপলক্ষে ইস্তেহার (Left Manifesto) প্রকাশ করবে আলিমুদ্দিন।

একুশের বঙ্গযুদ্ধে কোমর বেঁধেই নামছে বামেরা (CPIM)। খুব শিগগিরই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) উপলক্ষে ইস্তেহার (Left Manifesto) প্রকাশ করবে আলিমুদ্দিন। সেই ইস্তেহারে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বামেরা খড়্গহস্ত হলেও, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে মমতার সরকারের পথেই হাঁটবে বামেরা। এক নজরে দেখে নিন ক্ষমতায় এলে মূলত কী কী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে।