জানকীনাথের আশীর্বাদ নিয়ে, যজ্ঞ প্রজ্জ্বলিত করে নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়ন জমা
বৃহস্পতিবার সকালে সিংহবাহিনী মন্দির পরিদর্শন করে জানকীনাথ মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রামে হেভিওয়েট নমিনেশন। বৃহস্পতিবার সকালে সিংহবাহিনী মন্দির পরিদর্শন করে জানকীনাথ মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তাঁর জন্য আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। সেই যজ্ঞ প্রজ্জ্বলিত করেই হলদিয়ায় নিজের মনোনয়ন জমা করার উদ্দেশে রওনা হন শুভেন্দু। হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার যাত্রাপথে তাঁর সঙ্গে রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) এবং ধর্মেন্দ্র প্রধান।
Latest Videos