Leopard Viral Video: ভাইরাল ভিডিয়ো, সাত সকালে সূর্য নমস্কার করছে একটি লেপার্ড
Viral Video: ভাইরাল হওয়া লেপার্ডের ভিডিয়োতে দেখা গেল,সাত সকালে সূর্য নমস্কার করছে একটি লেপার্ড। পাহাড়ি অঞ্চলে লেপার্ডটি নিজের দৈনন্দিন রুটিন থেকেই আড়মোড়া ভাঙছে,যা অনেকটাই সূর্য নমস্কার করার মতো।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাক্টিভ। বন্যপ্রাণ ও বন্যপ্রাণীদের নানাবিধ ভিডিয়ো তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সামনে নিয়ে আসেন। অসাধারণ কিছু ওয়াইল্ড লাইফ ভিডিয়ো তিনি টুইটারে শেয়ার করে থাকেন। সুশান্ত নন্দা একটি লেপার্ডের অনবদ্য পোজের ভিডিয়ো শেয়ার করেছেন। ভাইরাল হওয়া সেই টুইটার ভিডিয়োতে দেখা গেল,সাত সকালে সূর্য নমস্কার করছে একটি লেপার্ড। মিস্টার নন্দা টুইটারে লিখছেন,’সূর্য নমস্কারে ব্যস্ত এই লেপার্ড’। পাহাড়ি অঞ্চলে লেপার্ডটি নিজের দৈনন্দিন রুটিন থেকেই আড়মোড়া ভাঙছে,যা অনেকটাই সূর্য নমস্কার করার মতো। এই ভিডিয়োটি শেয়ার করেছেন সুশান্ত নন্দা। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ ১৭৬.৮K। লাইক পড়েছে ৩ হাজারেরও বেশি। ইন্টারনেট ব্যবহারকারীরা এই ক্লিপটি দেখে খুব মজা পেয়েছেন। ভিডিয়োর কমেন্ট সেকশনেই তা প্রমাণ হয়ে গিয়েছে। একজন যোগ করলেন,’ফিটনেস ফ্রিক লেপার্ড’।