Purba Budwan News: অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, খেয়ে অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া
গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়ারি কেন্দ্রটির বেহাল দশা। কর্মীরা অসর্তকভাবে রান্নার কাজ করেন বলেই খিচুড়িতে টিকটিকি পড়েছে। সেই খিচুড়িই খাওয়ানো হয় ছোট শিশুদের। খাওয়ার পর বেশ কয়েকটি শিশু অসুস্থ বোধ করায় গ্রামে মেডিকেল টিম গেছে। খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল টিম গ্রামে গিয়ে চিকিৎসা শুরু করেছে
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ছাতিমপুর গ্রামের এই ঘটনায় আত্মঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়ারি কেন্দ্রটির বেহাল দশা। কর্মীরা অসর্তকভাবে রান্নার কাজ করেন বলেই খিচুড়িতে টিকটিকি পড়েছে। সেই খিচুড়িই খাওয়ানো হয় ছোট শিশুদের। খাওয়ার পর বেশ কয়েকটি শিশু অসুস্থ বোধ করায় গ্রামে মেডিকেল টিম গেছে। খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল টিম গ্রামে গিয়ে চিকিৎসা শুরু করেছে। গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ী কর্মীদের শাস্তির দাবী করেন। এখানে উল্লেখ্য মাস কয়েক আগে জামালপুর ব্লকের একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারে সাপ মিলে ছিল।ওই খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে।সেই নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে।দোষী কর্মীকে শোকজ করা হয় দপ্তরের পক্ষ থেকে।তবুও কোন হেলদোল নেই কর্মীদের।
Latest Videos