Bengal Election : ‘অঞ্জনা বসুকে ছয় মারলাম’, প্রচারে বেরিয়ে ব্যাট-বলে মাতোয়ারা লাভলি মৈত্র

সৌরভ পাল

|

Updated on: Apr 05, 2021 | 2:13 PM

প্রচারে বেরিয়ে সরাসরি অঞ্জনা বসুকে ছয় মারলেন লাভলি মৈত্র। 'বাংলার ঘরে ঘরে একটাই এনার্জি, সবার বুক চিরে লেখা আছে মমতা ব্যানার্জী', স্পষ্ট বার্তা তারকা প্রার্থীর।

গলায় ‘আমি বাংলার গান গাই’, চোখে নির্বাচন (West Bengal Assembly Election) জেতার স্বপ্ন। সব মিলিয়ে ‘আত্মবিশ্বাসী’ সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী (Trinamool Congress)। প্রচারে বেরিয়ে সরাসরি অঞ্জনা বসুকে ছয় মারলেন লাভলি মৈত্র (Lovely Maitra)। ‘বাংলার ঘরে ঘরে একটাই এনার্জি, সবার বুক চিরে লেখা আছে মমতা ব্যানার্জী’ (Mamata Banerjee), স্পষ্ট বার্তা তারকা প্রার্থীর। পাশাপাশি অভিনয় থেকে রাজনীতিতে আসার পরিকল্পনা কীভাবে? কি লাভলির সারাদিনের প্ল্যান? সবটা একনজরে TV9-এর পর্দায়।

 

[embedyt] [/embedyt]