‘থানার মধ্যে আমার গায়ে হাত দিয়েছে’, অভিযোগ ‘আক্রান্ত’ পায়েলের

সৌরভ পাল

|

Updated on: Apr 05, 2021 | 4:03 PM

থানার মধ্যে বহিরাগত! চলল উত্তাল কটূক্তি ও মহিলাদের মারধর। গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার সকালে পায়েল সরকারের প্রচার মিছিলে ঠাকুরপুকুর থানার চেকপোষ্টে তৃণমূল কর্মীরা হামলা চালায়। পাশাপাশি পায়েলের গায়ে হাত দেওয়ারও অভিযোগ ওঠে!

থানার মধ্যে বহিরাগত! চলল উত্তাল কটূক্তি ও মহিলাদের মারধর। এমনই মারাত্মক অভিযোগ করেছেন পূর্ব বেহালার পদ্মপ্রার্থী পায়েল সরকার (Payel Sarkar)। গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার সকালে পায়েল সরকারের প্রচার মিছিলে ঠাকুরপুকুর থানার চেকপোষ্টে তৃণমূল কর্মীরা (Trinamool Congress) আচমকাই হামলা চালায়। পাশাপাশি পায়েলের গায়ে হাত দেওয়ারও অভিযোগ ওঠে! এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ জোকার রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা (BJP)। বারংবার অনুনয় করা সত্ত্বেও সাহায্য করেনি পুলিশ, দাবি তারকা প্রার্থীর।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 05, 2021 12:33 PM