Coal Scam : ‘রক্ষাকবচ’ শেষের আগে আজ আবার জেরার মুখে লালা, তলব রঘুনাথপুরের এসডিপিও-কেও
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে দিলীপ ঘোষের সাফ কথা, 'কাউকে জেলের বাইরে রাখা হবে না!'
‘মানুষ জানে কয়লাপাচারের টাকা কোথায় যায়’, কয়লাকাণ্ডে (Coal Scam) বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে তৃতীয় দফার নির্বাচনের (West Bengal Assembly Election) আগেই চতুর্থ দফার জেরার মুখে লালা (Lala)। সিবিআই (CBI) সূত্রের খবর, কয়লাকাণ্ডে প্রভাবশালীদের নাম প্রকাশের চেষ্টাতেই পুনরায় জেরা লালাকে। পাশাপাশি নিজাম প্যালেসে তলব করা হয়েছে রঘুনাথপুরের এসডিওকেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে দিলীপ ঘোষের সাফ কথা, ‘কাউকে জেলের বাইরে রাখা হবে না!’
[embedyt] [/embedyt]
Published on: Apr 05, 2021 11:10 AM
Latest Videos