West Bengal Assembly Election : ‘তথ্যগত ভুল’, বয়াল নিয়ে মমতার সকল অভিযোগ খারিজ কমিশনের

মমতার সকল অভিযোগ এক ধাক্কায় খারিজ করল নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফ কথা, 'নির্বাচন কমিশনের সব চিঠি গুরুত্ব দিয়ে দেখার কোনও দরকার নেই।'

| Updated on: Apr 04, 2021 | 4:48 PM

বয়ালে ব্যাহত হয়েছে ভোটগ্রহণের প্রক্রিয়া, বঙ্গ নির্বাচনের (West Bengal Assembly Election 2021) হাইভোল্টেজ উপকেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) থেকে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠিবার্তাও পাঠান তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। সম্প্রতি সেই চিঠির জবাবে মমতার সকল অভিযোগ এক ধাক্কায় খারিজ করল নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাফ কথা, ‘নির্বাচন কমিশনের সব চিঠি গুরুত্ব দিয়ে দেখার কোনও দরকার নেই।’

 

[embedyt] [/embedyt]

Follow Us: